রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

পোলভল্টের রানী ইসিনবায়েভা

পোলভল্টের রানী ইসিনবায়েভা

খেলাধুলার ইতিহাসে যারা নিজেদের ইভেন্টে কোটি কোটি ভক্তকুল তৈরি করেছেন তাদের মধ্যে অন্যতম পোল ভল্টের রানী হিসেবে পরিচিত ইসিনবায়েভা। পাঁচ ফুট সাড়ে আট ইঞ্চি উচ্চতার এ রুশ কন্যা ৫.০৬ মিটার উচ্চতা পাড়ি দিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন। রেকর্ডটা এখনো তারই দখলে। ২০০৪ ও ২০০৮ অলিম্পিক এবং ২০০৫, ২০০৭ ও ২০১৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতেছেন। এছাড়াও সোনার পদক জিতেছেন চারটি ইনডোর চ্যাম্পিয়নশিপ ও ২০০৬ বিশ্বকাপে। আরও অসংখ্য পদক তো রয়েছেই।

 কিন্তু ২০১৪ সালে সোচিতে শীতকালীন অলিম্পিকে রাশিয়ার ডোপ কেলেঙ্কারির ছায়া পড়েছে এই কিংবদন্তি অ্যাথলেটের ওপরও। তিনিও নিষিদ্ধ হয়েছেন। মাঝখানে বেশ বিষণœতায় ভুগতেন এসব নিয়ে। তবে বর্তমানে তিনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) অ্যাথলেটিকস কমিশনের হয়ে কাজ করছেন। ২০১৬ সালের ডিসেম্বরে তিনি রাশিয়ার অ্যান্ডি ডোপিং অ্যাজেন্সির প্রধান হিসেবে কাজ শুরু করেন।

সর্বশেষ খবর