রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

এক প্রজন্মে সাকিব একজনই জন্মায়

-মাহমুদুল্লাহ

ক্রীড়া প্রতিবেদক

প্রথম ম্যাচে রান পাননি তামিম ইকবাল। এ নিয়ে কম সমালোচনা হয়নি। দেশসেরা ওপেনার সমালোচকদের মুখ বন্ধ করেন দ্বিতীয় ম্যাচে। কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে খেলেন ৭৪ রানের চোখ ধাঁধানো এক ইনিংস। শুধু তামিম নন, বিপিএলের বিশেষ আসর ‘বঙ্গবন্ধু’ বিপিএলে রান করছেন ইমরুল কায়েস, মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম, আফিফ হোসেনরা। টাইগার টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ স্থানীয়দের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টির কথা জানান গতকাল মিডিয়ায়। হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে মাহমুদুল্লাহ গতকালই প্রথম খেলেন বঙ্গবন্ধু বিপিএলে। তার নেতৃত্বে তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয় পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। স্থানীয় ক্রিকেটাররা পারফরম্যান্স করলেও দেশের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানের অনুপস্থিতিতে কোনো সন্দেহ নেই আবেদন হারিয়েছে বঙ্গবন্ধু বিপিএল। 

ইডেন গার্ডেনে গোলাপি বলের টেস্টে হ্যামস্ট্রিংয়ে টান পড়েছিল মাহমুদুল্লাহর। এরপর তিন সপ্তাহ ছিলেন মাঠের বাইরে। সুস্থ হয়ে গতকালই প্রথম খেলতে নামেন। নিজে পারফর্ম করতে না পারলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্টির কথা বলেন চট্টগ্রাম অধিনায়ক, ‘আমরা তিন ম্যাচে দুই জয় পেয়েছি। এই জয় দুটি আত্মবিশ্বাস জোগাবে চট্টগ্রামে। চট্টগ্রামের উইকেট সবসময়ই ভালো আচরণ করে। আমরা চেষ্টা করব জয়ের ধারা ধরে রাখতে। তবে টি-২০ ক্রিকেটে যদি একবার মোমেন্টাম হারিয়ে ফেলেন, তাহলে সেটা ফিরিয়ে আনা খুবই কঠিন।’

ঢাকা পর্বের প্রথম চার দিনে শেষ হয়েছে ৮ ম্যাচ। সেঞ্চুরি হয়নি একটিও। আসরে নেই দেশের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের অনুপস্থিতিতে নিশ্চিত করেই আবেদন হারিয়েছে বিপিএল। সাকিবকে নিয়ে মাহমুদুল্লাহ বলেন, ‘সাকিবের সঙ্গে

নিজের তুলনায় যাওয়াটা ভুল। এক

প্রজন্মে সাকিব একজনই জন্মায়। আমরা সবাই জানি, ও কতটুকু ক্যাপাবল, সেটা সবাই জানে।’

সাকিব না থাকলেও টাইগারদের অন্য ক্রিকেটাররা পারফরম্যান্স করছেন ব্যাট ও বলে। প্রথম ম্যাচে ৮৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন মিথুন। ইমরুল একই ম্যাচে খেলেন ৬১ রানের ইনিংস। গতকাল মোহাম্মদ নাঈম খেলেন ৭৮ রানের দৃষ্টিনন্দন ইনিংস। প্রথম ম্যাচে ব্যর্থ মুস্তাফিজ গতকাল চেষ্টা করেছেন ম্যাচে ফিরতে। স্থানীয়দের পারফরম্যান্সে নিজের সন্তুষ্টির কথা বলেন মাহমুদুল্লাহ, ‘ইমরুল খুব ভালো ব্যাটিং করছে। মুস্তাফিজকে যখন খেলছিলাম সে ভালো বোলিং করেছে। কঠোর পরিশ্রম করছে। তামিম রান পেয়েছে। মুশফিক রান  পাচ্ছে। নাঈম দারুণ একটি ইনিংস খেলেছে। আমার মনে হয় আমরা সঠিক পথেই আছি।’

ইনজুরি কাটিয়ে খেলছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে গতকালের আউটে হতাশা ঝরে পড়েছে কণ্ঠে, ‘আমি চেয়েছিলাম শতভাগ ফিট হয়ে খেলতে। আলহামদুলিল্লাহ ইনজুরি রিকভারি হয়েছে। সত্যি বলতে নিজের আউটে হতাশ। আমার মনে হয় রান করার ভালো সুযোগ ছিল।’

সর্বশেষ খবর