মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

সন্ধ্যায় শুনলাম বিজয়ের কথা

সন্ধ্যায় শুনলাম বিজয়ের কথা

আবদুস সালাম মুর্শেদী

মুক্তিযুদ্ধের সময় খুলনাতেই ছিলাম। আমাদের এলাকায় পাকিস্তান আর্মি, রাজাকার, আলবদররা পাখির মতো মানুষ হত্যা করেছে। বয়স কম হলেও এসব স্মৃতি এখনো চোখে ভাসে। বিশেষ করে বিজয় মাস এলে আবেগ আপ্লুত হয়ে পড়ি। ১৬ ডিসেম্বর সন্ধ্যাতেই দেখলাম পুরো খুলনা শহর জুড়ে যেন ঈদ উৎসব চলছে। মুরব্বীদের কাছে শুনলাম ঢাকায় পাকিস্তানি আর্মিরা সারেন্ডার করেছে। সারেন্ডার কি তা বুঝতাম না। যখন বুঝলাম যুদ্ধে বাংলাদেশ বিজয় লাভ করে আলাদা পতাকা ও মানচিত্র পাচ্ছি তখন সেকি আনন্দ। টানা তিন দিন ধরে খুলনাতে মিষ্টি বিতরণ হয়েছে।

সর্বশেষ খবর