বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

আবাহনীর শুভ সূচনা

ক্রীড়া প্রতিবেদক

আবাহনীর শুভ সূচনা

চ্যাম্পিয়নদের শুরুটা হয়েছে চ্যাম্পিয়নের মতোই। টিভিসি ফেডারেশন কাপে পুলিশ এএফসিকে ৪-০ গোলে হারিয়েছে ঢাকা আবাহনী। নতুন মৌসুমটা শুরু করল গোল উৎসবে। কাগজে-কলমে ম্যাচে আবাহনীই ছিল ফেবারিট। তবে পুলিশও সর্বশক্তি নিয়ে মাঠে নামে। চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন হয়ে এবার তারা প্রথমবারের মতো পেশাদার লিগ খেলছে। সেই সুবাদে ফেডারেশন কাপেও সুযোগ পেয়েছে। আগেও এই আসরে খেলার অভিজ্ঞতা রয়েছে পুলিশের। তবে অতীত ও বর্তমানের পার্থক্য অনেক। সেরা না হলেও পুলিশ নতুন মৌসুমে নতুন রূপ নিয়েই মাঠে নেমেছে। স্থানীয়দের পাশাপাশি বিদেশি ফুটবলারও উড়িয়ে এনেছে। কোচও বিদেশি। দাবা লিগে প্রথমবার অংশ নিয়েও চ্যাম্পিয়ন হয়েছে। এই পুলিশ ফুটবলে কী করে তা দেখার বিষয়। শুরুটা ভালো হলো না। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনীর সামনে অসহায় মনে হয়েছে। পুরো ম্যাচই নিয়ন্ত্রণে ছিল আবাহনীর। গোল করার মতো পুলিশ সুযোগও পায়নি। এক ম্যাচ দেখে মন্তব্য করাটা ঠিক হবে না। তারপরও বলব আবাহনী যে গোছানো ফুটবল খেলেছে তাতে অন্তত তাদের শক্তি আগের মতোই মনে হয়েছে। টানা চারবার চ্যাম্পিয়ন ফেডারেশন কাপে রেকর্ড গড়ে রেখেছে মোহামেডান। এবার চ্যাম্পিয়ন হলেই সেই রেকর্ড স্পর্শ করবে। তাই শিরোপা পেতে মরিয়া তারা।

দাপুটে আবাহনী এতটা তুঙ্গে ছিল যে প্রথমার্ধেই ৩ গোলে এগিয়ে থাকে। বেলফোর্ট ২৮, জীবন ৩২ ও ৪৩ মিনিটে সানডে গোল করে। ৭১ মিনিটে বেলফোর্ট পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর