বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

জোড়া সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক

জোড়া সেঞ্চুরি

চেন্নাইয়ে স্বাগতিক ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল শাই হোপ ও শিমরন হেটমায়ারের জোড়া সেঞ্চুরিতে। বিশাখাপট্টমে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ক্যারিবীয়দের জবাব দিলেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। সফরকারী বোলারদের নিয়ে ছেলেখেলায় মেতে দুই ওপেনার তুলে নেন সেঞ্চুরি। দুজনের জোড়া সেঞ্চুরিতে ৫০ ওভারে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ৩৮৭। রোহিত খেলেছেন ১৫৯ রানের ইনিংস এবং রাহুলের ব্যাট থেকে বেরিয়েছে ১০২ রান। চলতি বছরটা বেশ ভালো যাচ্ছে রোহিতের। গতকাল বিশাখাপট্টমে ক্যারিয়ারের ২২০ নম্বর ওয়ানডের ২৮ নম্বর সেঞ্চুরি। ১৩৮ বলের ইনিংসটি সাজানো ছিল ১৭ চার ও ৫ ছক্কায়। গতকাল রোহিত যে বলটিতে আউট হয়ে সাজঘরে ফিরেন, সেটা ছিল তার ওয়ানডে ক্যারিয়ারের ১০০০০ নম্বর বল। রাহুল ১০২ রানের ইনিংস খেলেন ১০৪ বলে। এটা তার ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। পরে ওয়েস্টইন্ডিজ ২৮০ রানে অল আউট হয়ে যায়। হোপ ৭৮, পন ৭৫ রান করেন। ভারতের পক্ষে তিনটি করে উইকেট নেন সামি ও কুলদীপ। এ জয়ে সিরিজে সমতা আনল ভারত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর