বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

অ্যাস্টন ভিলায় বিধ্বস্ত লিভারপুল

ক্রীড়া ডেস্ক

১৯৮৯-৯০ সালের পর ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিততে পারেনি। অথচ চ্যাম্পিয়ন্স লিগ, এফ এ কাপের শিরোপা জিতেছে। জারগেন ক্লপের কোচিংয়ে এবার দুরন্ত ফুটবল খেলছে লিভারপুল। প্রিমিয়ার লিগে এখনো প্রথম পর্ব শেষ হয়নি। অথচ এখনই শিরোপার সুবাস পাচ্ছে অল রেডরা। ক্লপের মনোযোগ এখন পুরোপুরি প্রিমিয়ার লিগের দিকে। তাই পরশু রাতে ইংলিশ লিগ কাপের কোয়ার্টার ফাইনালে অ্যাস্টন ভিলার বিপক্ষে ক্লাবের ইতিহাসে সর্ব কনিষ্ঠ দল খেলিয়েছে। অভিষেক হয়েছে অনূর্ধ্ব-২৩ দলের কোচ নিল ক্রিচলির। কিন্তু অভিষেকটা মধুর হয়নি। অ্যাস্টন ভিলার কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছে লিভারপুল। দলের জার্সিতে অভিষেক হয় ৫ তরুণ ফুটবলারের। যুব দল খেলানোর মূল কারণ ক্লাব বিশ্বকাপ খেলতে ক্লপের নেতৃত্বে মূল দল এখন কাতারে। গতকাল রাতে মেক্সিকোর এফসি মনতেরির বিপক্ষে ম্যাচও খেলেছে ক্লপবাহিনী। লিগ কাপের ম্যাচে প্রথমার্ধেই ৪-০ গোলে পিছিয়েছিল লিভারপুল। ভিলার পক্ষে প্রথম গোল করেন কনোর। ব্যবধান দ্বিগুণ হয় আত্মঘাতী গোলে। বিরতির আগে ব্যবধান ৪-০ হয় জোনাতের জোড়া গোলে। ম্যাচের অতিরিক্ত সময়ে আরও একটি গোল করেন ওয়েসলি মোরায়েস।

সর্বশেষ খবর