শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

জয়ে শুরু বসুন্ধরা কিংসের

রাশেদুর রহমান

জয়ে শুরু বসুন্ধরা কিংসের

ফেডারেশন কাপে গতকাল ব্রাদার্সের বিপক্ষে হেডে দারুণ এক গোল করেন বসুন্ধরা কিংসের জালাল কদু -বাংলাদেশ প্রতিদিন

কনকনে শীত উপেক্ষা করেও গতকাল দর্শক এসেছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে। পেশাদার লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের খেলা উপভোগ করেছে তারা। মৌসুমের প্রথম ম্যাচ খেলতে নেমেই দর্শকদের মন জয় করল অস্কার ব্রুজোনের শিষ্যরা।

পেশাদার লিগে নিজেদের অভিষেক আসরেই চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে বসুন্ধরা কিংস। গত মৌসুমে জয় করেছিল স্বাধীনতা কাপও। তবে ফেডারেশন কাপের ট্রফিটা এখনো শোকেসে তোলা হয়নি। এবার মৌসুমের শুরুতেই সেই শূন্যস্থানটা পূরণ করার লক্ষ্য নিয়ে ছুটছে অস্কার ব্রুজোনের শিষ্যরা। গতকাল টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ১-০ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। এ জয়ে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল তারা। সামনের ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে হারালেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ আটে ওঠে যাবেন ড্যানিয়েল কলিনড্রেসরা।

দলে অনেক পরিবর্তন এসেছে। লেবাননের মোহাম্মদ জালাল কদু, আর্জেন্টিনার নিকোলাস দেলমন্তে আর তাজিকিস্তানের আখতাম নাজারভ যোগ হয়েছেন দলে। জালাল কদু শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপেই নিজেকে প্রমাণ করেছেন। বাকি দুজন গতকাল খেললেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে। দেলমন্তে দেখালেন নিজের শক্তিমত্তা। দুর্দান্ত শটে প্রতিপক্ষের গোলবার কাঁপালেন তিনি। তবে গোলটা করেছেন লেবানিজ ফুটবলার জালাল কদুই। ম্যাচের ২২ মিনিটে কলিনড্রেসের পাসে ডি বক্সের সামনে বল পান জালাল। অনেকটা এগিয়ে আসায় গোলরক্ষককে পরাস্ত করে গোল করেন তিনি। মিনিট দুই পর আরেকবার ব্রাদার্সের জালে বল পাঠায় বসুন্ধরা। কলিনড্রেসের নেওয়া কর্ণার কিক থেকে হেডে গোল করেন আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস দেলমন্তে। তবে রেফারি গোলটি বাতিল করেন ফাউলের অজুহাতে। এরপরও বেশ কয়েকবার গোলমুখে দারুণ আক্রমণ করেছিল কিংস। তবে ব্যর্থ হন জালাল কদু, মতিন মিয়া, কলিনড্রেস আর দেলমন্তেরা। ৫৯ মিনিটে ডি বক্সের অনেকটা বাইরে থেকে দুর্দান্ত এক শট নিয়েছিলেন আর্জেন্টাইন ডিফেন্ডার দেলমন্তে। গোল হতেও পারত। কিন্তু প্রতিপক্ষ দলের গোলরক্ষক তিতুমির অনেকটা লাফিয়ে পড়ে শটটা রুখে দেন। কলিনড্রেসের একটা দারুণ আক্রমণও রুখে দেন তিতুমির।

গতকাল ফেডারেশন কাপে বি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নও লিগ চ্যাম্পিয়নদের ছাড় দেয়নি। আক্রমণ-প্রতি আক্রমণে শীতের সন্ধ্যায়ও বেশ উত্তেজনা ছড়িয়েছিল ম্যাচটা। বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারিতে কিছু দর্শক গুটিসুঁটি মেরে খেলা দেখছিলেন। প্রচ-  শীত আর হিমেল বাতাসে কাঁপছিলেন তারা। তবে খেলা রেখে মাঠ ছাড়েননি। বসুন্ধরা কিংস মৌসুমের প্রথম ম্যাচটা খেলেই নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে। এবার বাকিটা পথ ছন্দে থেকেই শেষ করতে চায়। অবশ্য কোচ অস্কার ব্রুজোন আগেই জানিয়েছিলেন, ফেডারেশন কাপ দিয়েই বসুন্ধরা কিংস নিজেদেরকে আরও একবার ফেবারিট প্রমাণ করতে চায়। মৌসুমের সব ট্রফিই জয় করতে চায় কিংস।

গতকাল নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল সাইফ স্পোর্টিংও। তারা মুখোমুখি হয়েছিল রহমতগঞ্জের। তবে প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে ফেবারিট সাইফ। তারা গোল শূন্য ড্র নিয়েই মাঠ ছেড়েছে। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা কঠিনই হয়ে গেল সাইফ স্পোর্টিংয়ের জন্য। পরের ম্যাচে তারা মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের।

সর্বশেষ খবর