শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

জয়ে শুরু শেখ রাসেলের

ক্রীড়া প্রতিবেদক

জয়ে শুরু শেখ রাসেলের

ফেডারেশন কাপ দিয়ে ফুটবলের নতুন মৌসুম শুরু হয়ে গেছে। ফেবারিট বসুন্ধরা কিংস এবং আবাহনী জয় দিয়েই শুরু করেছে। তবে হোঁচট খেয়েছে সাইফ স্পোর্টিং। এবার জয় দিয়ে শুরু করল শেখ রাসেল ক্রীড়া চক্রও। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উত্তর বারিধারাকে হারিয়ে ফেডারেশন কাপে যাত্রা করেছে শেখ রাসেল। ‘ডি’ গ্রুপের ম্যাচে ১-০ গোলে জিতেছে ২০১২-১৩ মৌসুমে ফেডারেশন কাপ জেতা দলটা। দুর্দান্ত একটা খেলা উপহার দিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। বার বারই গোলের সুযোগ তৈরি করেছে। গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে বেশ খানিকক্ষণ। ম্যাচের ১৭ মিনিটে সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় শেখ রাসেল। মোহাম্মদ আব্দুল্লাহর থ্রু পাস ধরে নাইজেরিয়ান ফরোয়ার্ড রাফায়েল ওদোইন নিচু শটে গোল করেন। উত্তর বারিধারার গোলরক্ষক আজাদ এগিয়ে এলেও প্রতিরোধ গড়তে পারেননি। ম্যাচে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল উত্তর বারিধারা। তবে শেখ রাসেলের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানার দারুণ সেভে ব্যর্থ হয় তারা। শেষদিকে গোলের সুযোগ পেয়েও শেখ রাসেলের ব্যবধান বাড়াতে পারেননি ওদোইন ও আজিজভরা। দিনের দ্বিতীয় ম্যাচে মুক্তিযোদ্ধার সঙ্গে ১-১ ড্র করেছে ঢাকা মোহামেডান। মুক্তিযোদ্ধার পক্ষে গোল করেন আমির হাকিম বাপ্পি এবং মোহামেডানের পক্ষে সমতা আনে শাহ আলমগীর অনিক।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর