রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

কামিন্সের মূল্য ১৫ কোটি রুপি

আইপিএলের নিলামে ছিলেন মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমানসহ বাংলাদেশের পাঁচ ক্রিকেটার। কিন্তু টাইগার ক্রিকেটারদের কিনেনি কোনো ফ্র্যাঞ্চাইজি। বাংলাদেশের ক্রিকেটাররাই নন, বিক্রি হননি মার্টিন গাপটিল, এভিন লুইস, কুশল পেরেরা, শাই হোপ, অ্যাডাম জ্যাম্পা, টিম সাউদি, ইশ সোধি, কলিন ডি গ্র্যান্ডহোম, কলিন মুনরো, কলিন ইনগ্রাম, কার্লোস ব্র্যাথওয়েট, ইউসুফ পাঠানদের মতো ক্রিকেটার। তবে ধারণাকে ছাড়িয়ে গেছে দুই অসি ক্রিকেটার প্যাট কামিন্স ও গ্লেন ম্যাক্সওয়েলের পারিশ্রমিক অসি ফাস্ট বোলারের মূল্য এবারের নিলামে সর্বোচ্চ। কলকাতা নাইট রাইডার্স তাকে কিনেছে ১৫ কোটি ৫০ লাখ রুপিতে।

 কিংস ইলেভেন পাঞ্জাব ১০ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছে ম্যাক্সওয়েলকে। আইপিএলের চলতি আসরে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া দুই ক্রিকেটার এরা। দক্ষিণ আফ্রিকান সিমিং অলরাউন্ডার ক্রিস মরিসকে ১০ কোটি রুপিতে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। বিশ্বকাপ জয়ী ইংলিশ অধিনায়ক ইউয়ান মরগানের দাম ৫ কোটি ২৫ লাখ রুপি। অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চের পারিশ্রমিক ৪ কোটি ৪০ লাখ রুপি। কামিন্সের মতো আইপিএলের আরেক চমকের নাম বরুণ চক্রবর্তী। বেজপ্রাইস ছিল ২০ লাখ রুপি। অথচ তার মূল্য দাঁড়িয়েছে ৮ কোটি ২০ লাখ রুপি।

সর্বশেষ খবর