বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

রয়্যালস ও প্লাটুনের দুরন্ত জয়

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

রয়্যালস ও প্লাটুনের দুরন্ত জয়

চট্টগ্রামে রান বন্যায় ভেসেছে বঙ্গবন্ধু বিপিএল। ক্রিকেটপ্রেমীরা সেঞ্চুরি দেখেছেন দুটি। চলতি আসরে প্রথম সেঞ্চুরি করেন সিলেট থান্ডারের আন্দ্রে ফ্লেচার। গতকাল সেঞ্চুরি করেন কুমিল্লা ওয়ারিয়র্সের ইংলিশ ক্রিকেটার ডেভিড মালান। ফ্লেচারের সেঞ্চুরিতে জিতেছিল সিলেট। কিন্তু মালানের সেঞ্চুরিতেও জয় পায়নি কুমিল্লা। আফিফ হোসেনের দুরন্ত ব্যাটিংয়ে কুমিল্লার বিপক্ষে ৭ উইকেটের সহজ জয় তুলে নেয় রাজশাহী রয়্যালস। আসরে ৫ ম্যাচে এটা ৪ নম্বর জয় রয়্যালসের। দিনের প্রথম ম্যাচে ঢাকা প্লাটুন ৮ উইকেটের বড় ব্যবধানে হারায় সিলেট থান্ডারকে। আসরে ঢাকার এটা চার নম্বর জয়।

সন্ধ্যার ম্যাচে প্রথমে ব্যাট করে কুমিল্লা সংগ্রহ করে ২০ ওভারে ৮ উইকেটে ১৭০। মালান একাই খেলেন ১০০ রানের নান্দনিক ইনিংস। ৫৪ বলের ইনিংসটিতে ছিল ৯টি চার ও ৫টি ছক্কা। ১৭১ রানের টার্গেটে রাজশাহী টপকে যায় ১১ বল হাতে রেখে। আফিফ ৭৬ রানের ইনিংস খেলেন ৫৩ বলে ৮ চার ও ১ ছক্কায়। ম্যাচ সেরা হন মালান ও আফিফ যৌথভাবে। আগেরটির মতো গতকালও ম্যাচ সেরা হয়েছেন প্লাটুনের মেহেদী হাসান। খেলেন ২৮ বলে ৫৭ রানের ইনিংস। আগের ম্যাচে মেহেদী অর্ধশত করেছিলেন ২২ বলে, কালকের হাফ সেঞ্চুরি করেন ২৩ বলে। দারুণ ব্যাটিং করে তামিম ইকবাল ৪৯ বলে খেলেন ৬০ রানের অপরাজিত ইনিংস। সাগরিকায় কাল সিলেটের হয়ে ৭৩ রানের দুর্দান্ত একটি ইনিংস  খেলেছেন জনসন চার্লস। এই ক্যারিবীয়ান তারকা টানা দুটি হাফ সেঞ্চুরি করেন। চট্টগ্রামের বিপক্ষে ৯০ রানের ইনিংস খেলা চার্লস ৪৫ বলের ইনিংসে হাঁকান ৮ ছক্কা ও ৩টি বাউন্ডারি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর