শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

টাইগারদের পাকিস্তান সফর অনিশ্চিত!

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ পাকিস্তানের মাটিতে টি-২০ সিরিজ খেলবে, টেস্ট সিরিজ খেলবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজনের এমন বক্তব্যের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড- পিসিবি সভাপতি এহসান মানি ও টেস্ট অধিনায়ক আজহার আলী আইসিসির হস্তক্ষেপ কামনা করেছেন। পিসিবির এমন কঠোর বক্তব্যের পর বিসিবি সিইও নতুন করে জানান, প্রথমে টি-২০ খেলবে। এরপর নিরাপত্তাব্যবস্থা দেখে টেস্ট খেলার কথা ভাববে। গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আরও স্পষ্ট করে জানিয়েছেন, পাকিস্তানে টেস্ট খেলতে যাবে না বাংলাদেশ। কোচিং স্টাফদের অধিকাংশই এবং ক্রিকেটারেরও অনেকে পাকিস্তান সফরে যেতে রাজি নন। বিসিবি সভাপতির মন্তব্যের পর বাংলাদেশের পাকিস্তান সফর কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে। বিসিবি সভাপতি, ‘পাকিস্তানে আপাতত টেস্ট সিরিজ খেলতে যাবে না বাংলাদেশ।’ শুধু টেস্ট সিরিজই নয়, টি-২০ সিরিজ নিয়েও ক্রিকেটার ও কোচিং স্টাফের সিদ্ধান্তের অপেক্ষার কথা বলেন বিসিবি সভাপতি, ‘সরকারের সবুজ সংকেত ও ক্রিকেটারদের সম্মতির পরই দল ঠিক করা হবে। যদি একটি মোটামুটি শক্তিশালী দল গঠন করা সম্ভব হয়, তাহলেই টি-২০ সিরিজ খেলার প্রশ্ন উঠবে।’

 

সর্বশেষ খবর