শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

রানার্সআপ হয়ে শেষ আটে কিংস

ক্রীড়া প্রতিবেদক

রানার্সআপ হয়ে শেষ আটে কিংস

নতুন মৌসুমে ফেডারেশন কাপের প্রথম ম্যাচ খেলেই নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছিল বসুন্ধরা কিংস। হারিয়েছিল ব্রাদার্স ইউনিয়নকে। বি গ্রুপে পরের ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রাম আবাহনীর কাছে পরাজিত হলে কিংসেরও নকআউট পর্ব নিশ্চিত হয়ে যায়। গতকাল ফেডারেশন কাপে কিংসের সামনে ছিল গ্রুপ চ্যাম্পিয়নের লড়াই। তবে নকআউট পর্বের জন্য বাড়তি শক্তি সঞ্চয় করার জন্যই গতকাল দ্বিতীয় সারির দল মাঠে নামিয়েছিলেন কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন। অন্যদিকে চট্টগ্রাম আবাহনী গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য সর্বশক্তি নিয়োগ করেছিল। ফলাফল পেশাদার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে ২-০ গোলের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে গেল বন্দরনগরীর দলটি। অন্যদিকে বি গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ আটে খেলবে বসুন্ধরা কিংস। কোয়ার্টার ফাইনালে ডি গ্রুপের চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হবে অস্কার ব্রুজোনের শিষ্যরা। দলের প্রধান তিন তারকা ফুটবলার নেই। বিশ্বকাপ খেলা কোস্টারিকার ড্যানিয়েল কলিনড্রেস, লেবাননের মোহাম্মদ জালাল কদু এবং আর্জেন্টিনার দেলমন্তে। জালাল কদু অবশ্য ম্যাচের ৭২ মিনিটে ইব্রাহিমের পরিবর্তে মাঠে নামেন। একই সময়ে দীর্ঘ ইনজুরি কাটিয়ে মাঠে নামেন তপু বর্মণ। অবশ্য ততক্ষণে ২-০ গোলে পিছিয়ে গেছে কিংস।

তাছাড়া প্রথমার্ধের শেষদিকে কিংসের তাজিক ডিফেন্ডার আখতাম নাজারভ লালকার্ড পাওয়ায় চট্টগ্রামের সামনে নিজেদের সেরা ফুটবলটা খেলতে পারেনি ব্রুজোনের শিষ্যরা। অবশ্য এরপরও বেশ কয়েকটা গোলের সুযোগ তৈরি করেছিল বসুন্ধরা কিংস। ইমন বাবু ডি বক্সের ভিতরে দারুণ সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন। সবুজও ঠিক একই রকম পজিশনে থেকে গোল করতে পারেননি। তবে গোল করতে ব্যর্থ হলেও চট্টগ্রাম আবাহনীর বেশ কয়েকটা দুর্দান্ত আক্রমণ রুখে দিয়ে নিজেদের ডিফেন্স লাইনের সামর্থ্য ঠিকই প্রমাণ করেছে ব্রুজোনের শিষ্যরা। বিশেষ করে ৭৫ মিনিটে ফয়সাল ৮০ মিনিটে গোলরক্ষক জিকো দারুণ দুটি সেভ করেন। তবে এরও অনেক আগেই জয়ের রসদ জোগাড় করে নেয় চট্টগ্রাম আবাহনী। ম্যাচের ২৪ মিনিটে নাইজেরিয়ার চিনেদু ম্যাথুর ক্রসে গোল করেন রাকিব হোসেন। প্রথমার্ধ শেষ হওয়ার কয়েক মুহূর্ত আগে নাসিরের ক্রসে গোল করেন আইভরিকোস্টের ফুটবলার দিদিয়ের।

ম্যাচের পর বসুন্ধরা কিংস কোচ অস্কার ব্রুজোন বলেন, ‘ম্যাচটা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য ছিল। নকআউট পর্ব আগেই নিশ্চিত হওয়ায় খুব একটা গুরুত্ব ছিল না। এ কারণেই দলের কয়েকজনকে বিশ্রাম দেওয়া হয়েছে।’ ব্রুজোনের দাবি, নকআউট পর্বেই বসুন্ধরা কিংসের আসল রূপটা দেখতে পাবেন দর্শকরা। অন্যদিকে চট্টগ্রাম আবাহনীর কোচ মারুফুল হক বলেন, ‘প্রতিপক্ষ অনেক শক্তিশালী। গত মৌসুমে তারা দুইটা ট্রফি জিতেছে। আমি আরও বেশি প্রতিযোগিতা আশা করেছিলাম তাদের কাছ থেকে।’ মারুফের লক্ষ্য এবার সেমিফাইনাল নিশ্চিত করা। তবে চূড়ান্ত লক্ষ্য, ফেডারেশন কাপ জিতে মৌসুমটা ভালোভাবে শুরু করা।

 

শেখ জামালের বিদায়

নকআউটে সাইফ স্পোর্টিংয়ের সঙ্গী হয় রহমতগঞ্জ। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফেডারেশন কাপে সি গ্রুপের ম্যাচে সাইফের কাছে ৩-১ গোলে পরাজিত হওয়ায় বিদায় ঘণ্টা বেজে গেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। অন্যদিকে এ জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ আটে গেল সাইফ স্পোর্টিং। কোয়ার্টার ফাইনালে পুলিশ এফসির মুখোমুখি হবে তারা।

অন্যদিকে আবাহনী লিমিটেডের মুখোমুখি হবে রহমতগঞ্জ।

সর্বশেষ খবর