শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

হেডের সেঞ্চুরি পারলেন না স্মিথ

ক্রীড়া ডেস্ক

বক্সিং ডে টেস্টের আগের পাঁচ ইনিংসে তিন সেঞ্চুরি। মেলবোর্ন টেস্টের প্রথম দিন আশা জাগিয়েছিলেন সেঞ্চুরির। কিন্তু গতকাল শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন বর্তমান সময়ের অন্যতম সেরা ক্রিকেটার স্টিভ স্মিথ। সাবেক অধিনায়ক না পারলেও ঠিকই তিন অঙ্কের স্বপ্নের ইনিংস খেলেছেন টার্ভিস হেড। তার সেঞ্চুরিতে বক্সিং ডে টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে সংগ্রহ ৪৬৭ রান। জবাবে খেলতে নেমে ৪৪ রান তুলতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়েছে সফরকারী নিউজিল্যান্ড। আজ ফলোঅন এড়াতে আরও ২২৪ রান করতে হবে সফরকারী ব্ল্যাক ক্যাপসদের।    

৪ উইকেটে ২৫৭ রান নিয়ে খেলতে নামেন দুই অপরাজিত ব্যাটসম্যান স্মিথ ও হেড। আগের দিনে ৬৩ রানে অপরাজিত স্মিথ সাজঘরে ফেরেন ব্যক্তিগত ৮৫ রানে। ৭২ টেস্ট ক্যারিয়ারের ২৮ নম্বর হাফ সেঞ্চুরির ইনিংসটি খেলেন ২৪২ বলে ৮ চার ও এক ছক্কায়। হেড খেলেন ১৩৪ রানের দারুণ এক ইনিংস। ২৩৪ বলের ইনিংসটিতে ছিল ১২টি চার। অধিনায়ক টিম পেইনও দারুণ ব্যাটিং করেন। খেলেন ৭৯ রানের অধিনায়কোচিত ইনিংস। নিউজিল্যান্ড বোলারদের সফল ওয়েগনার ৪ উইকেট নেন ৮৩ রানের খরচে এবং টিম সাউদি নেন ৩ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া : প্রথম ইনিংস : (আগের দিন শেষে ২৫৭/৪) ১৫৫.১ ওভারে ৪৬৭ (স্মিথ ৮৫, হেড ১১৪, পেইন ৭৯। বুল্ট ১/৯১, সাউদি ৩/১০৩, ডি গ্র্যান্ডহোম ২/৬৮, ওয়েগনার ৪/৮৩)।

নিউজিল্যান্ড : প্রথম ইনিংস : ৪৪/২, ১৮ ওভার (ল্যাথাম ৯*, উইলিয়ামসন ৯, টেইলর ২*। কামিন্স ১/৮, প্যাটিনসন ১/৯)।

সর্বশেষ খবর