রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

জানুয়ারিতেই বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ

তৃণমূল পর্যায় থেকে ফুটবল প্রতিভা অন্বেষণের লক্ষ্যে দেশের সবকটি জেলা নিয়ে আগামী মাসেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ। ৮টি গ্রুপে বিভক্ত হয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন মনে করছেন, সারা দেশেই ব্যাপক সাড়া জাগাবে এই আয়োজন। পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে অনেক ভালো মানের ফুটবলারও পাওয়া যাবে। গতকাল বাফুফে ভবনের সম্মেলনকক্ষে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিদের সঙ্গে এক মতবিনিময় সভার পর সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, ‘জেলাগুলোর বেশ কিছু দাবি- দাওয়া ছিল। সেগুলো আমরা অনেকটাই মেনে নিয়েছি। সবাই মিলে দারুণ একটা টুর্নামেন্ট আয়োজন করতে পারব বলে আশা করছি।’ তবে এবারেই শেষ নয়, বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ বাফুফের ক্যালেন্ডারে স্থায়ীভাবে স্থান পাচ্ছে বলেও জানালেন কাজী সালাউদ্দিন। গতকাল জেলা অ্যাসোসিয়েশনগুলোকে দেড় লাখ টাকা করে দিয়েছে বাফুফে। টুর্নামেন্টসহ বিভিন্ন খাতে এই অর্থ খরচ করা হবে বলে জানালেন জেলা অ্যাসোসিয়েশনের সভাপতিরা। যশোর জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান মিঠু বলেন, ‘আমরা দুই লাখ টাকা করে দাবি করেছিলাম। তবে আমাদের দেড় লাখ টাকা করে দেওয়া হয়েছে। বাকিটা আমরা নিজেরা ব্যবস্থা করব।’ এ ছাড়াও জেলা অ্যাসোসিয়েশন প্রস্তুতির জন্য কিছুটা সময় দাবি করেছিল। এ কারণে এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ। অবশ্য নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি। তবে জানুয়ারির দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহেই মাঠে গড়াতে পারে এই প্রতিযোগিতা।

সর্বশেষ খবর