রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ম্যানসিটির আশা শেষ!

ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের সঙ্গে কোনোভাবেই ফাইট দিতে পারছে না ম্যানসিটি। গত শুক্রবারও তারা উলভারহ্যাম্পটনের কাছে ৩-২ গোলে পরাজিত হয়েছে। তাদের শিরোপা স্বপ্ন শেষ হয়ে গেছে। কোচ পেপ গার্ডিওলা বলেছেন, ‘লিভারপুল আমাদের চেয়ে অনেক এগিয়ে গেছে। ওদেরকে নিয়ে চিন্তা করা এখনো অবাস্তব হবে।’

আমাদের দুইয়ে যাওয়ার সুযোগ আছে।’ এবার থেকে তাহলে দ্বিতীয় হতেই লড়বে ম্যানসিটি! অবশ্য পাশাপাশি নিজ দলের প্রশংসাও করেছেন গার্ডিওলা। তিনি বলেন, ‘আমি নিজের দলের যোগ্যতা সম্পর্কে ভালোই জানি। তবে বর্তমান অবস্থা খুব একটা ভালো নয়।’ লিভারপুল ১৮ ম্যাচ খেলে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। এক ম্যাচ বেশি খেলে ৩৮ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে ম্যানসিটি। ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিস্টার সিটি। এ ছাড়াও ৩২ পয়েন্ট নিয়ে চেলসি চারে, ৩০ পয়েন্ট নিয়ে উলভারহ্যাম্পটন পাঁচে এবং ২৯ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম ছয় নম্বরে অবস্থান করছে। ম্যানইউ ২৮ পয়েন্ট নিয়ে আছে আট নম্বরে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর