সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

বক্সিং ডে টেস্ট দক্ষিণ আফ্রিকার

ক্রীড়া ডেস্ক

মেলবোর্নে বক্সিং ডে টেস্ট জিতেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা এক দিন হাতে রেখেই ১০৭ রানে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। টেস্টের প্রথম দিন থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেন ফাপ ডু প্লেসিসরা। স্বাগতিকদের প্রথম ইনিংসে ২৮৪ রানের জবাবে সফরকারী ইংল্যান্ড গুটিয়ে যায় ১৮১ রানে। ১০৩ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা করে ২৭২ রান। এগিয়ে যায় ৩৭৫ রান। সেঞ্চুরিয়ানের হার্ড ও বাউন্সি উইকেটে এই রান তাড়া করে জয় পাওয়া কঠিন ছিল ইংলিশদের। রাবাদা ও নর্টজের দুরন্ত বোলিংয়ে ২৬৮ রানে গুটিয়ে হার মানে বিশ্বচ্যাম্পিয়নরা। দলটির পক্ষে সর্বোচ্চ ৮৪ রান করেন ওপেনার রোরি বার্নস। অধিনায়ক জো রুটের ব্যাট থেকে বেরোয় ৪৮ রানের ইনিংস। প্রোটিয়া ফাস্ট বোলার রাবাদা ৪ উইকেট নেন ১০৩ রানের খরচে। নর্টজে ৫৭ রানের খরচে নেন ৩ উইকেট। প্রথম ইনিংসে ৯৫ ও দ্বিতীয় ইনিংসে ৩৪ রান এবং গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়িয়ে ৮টি ক্যাচ নিয়ে ম্যাচ সেরা হন নাথান ডি কক।   

সর্বশেষ খবর