সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

দুই হেভিওয়েটের লড়াই আজ

ক্রীড়া প্রতিবেদক

দুই হেভিওয়েটের লড়াই আজ

নিশ্চিত হয়নি বঙ্গবন্ধু বিপিএলের সুপার ফোর। সুবিধাজনক অবস্থানে রয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, রাজশাহী রয়্যালস, খুলনা টাইগার্স ও ঢাকা প্লাটুন। লড়াইয়ে রয়েছে কুমিল্লা ওয়ারিয়র্সসহ সিলেট থান্ডার ও রংপুর রেঞ্জার্স। তবে আজকের পর অনেকটাই পরিষ্কার হয়ে যাবে এলিমিনেটর পর্ব ও কোয়ালিফাইয়ার্স পর্ব। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের তলানির দুই দল সিলেট ও রংপুর। পরাজিত দল ছিটকে পড়বে আসর থেকে। জয়ী দলের সুপ্ত সম্ভাবনা থাকবে সুপার ফোরের। দুই দলই এখন পর্যন্ত জয় পেয়েছে একটি করে। দিনের দ্বিতীয় মুখোমুখি হবে মাশরাফি বিন মর্তুজার ঢাকা ও আন্দ্রে রাসেলের রাজশাহী। সুপার ফোরের অন্যতম দাবিদার রাজশাহী আজ সপ্তম ম্যাচ খেলবে এবং প্রতিপক্ষ ঢাকার অষ্টম ম্যাচ। আগের ৬ ম্যাচে রাজশাহীর জয় ৫টি। ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে দলটি। ঢাকার পয়েন্ট ৪ জয়ের ৮। আজ যদি মাশরাফিরা জয় পান, তাহলে রাজশাহী ও খুলনার সমান পয়েন্ট হবে। রান রেটে তখন নির্ধারিত হবে পজিশন। ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। রাজশাহী জিতে গেলে তার নাম লেখাবে চট্টগ্রামের পাশে। সমীকরণের এমন হিসাবে আজকের দুটি ম্যাচই গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টে টিকে থাকতে সিলেট ও রংপুরকে জিততেই হবে। সুপার ফোরে অবস্থান শক্তিশালী করতে জিততে হবে রাজশাহী ও ঢাকাকে।   

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর