মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

‘নাইটহুড’ পেলেন লয়েড ও গ্রিনিজ

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের দুই কিংবদন্তি ক্রিকেটার ক্লাইভ হুবার্ট লয়েড ও গর্ডন কাথবার্ট গ্রিনিজ। ১৯৭৫ ও ১৯৭৯ সালে ক্যারিবীয়দের বিশ্বকাপ জেতানোর নায়ক দুই ক্রিকেটার। বর্ণাঢ্য ক্যারিয়ার এবং খেলোয়াড়ি জীবনের পরবর্তী কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক ‘নাইটহুড’ বা স্যার উপাধি পেয়েছেন লয়েড ও গ্রিনিজ। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ২০২০ সালের জন্য যে তালিকা প্রকাশ করেছে, তাতে রয়েছেন এ দুই ক্রিকেটার। দুজনের সতীর্থ ভিভিয়ান রিচার্ডসও স্যার উপাধি পেয়েছেন। লয়েডের নেতৃত্বে ১৯৭৫ ও ৭৯ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ।

গ্রিনিজের কোচিংয়ে বাংলাদেশ ১৯৯৭ সালে চ্যাম্পিয়ন হয় আইসিসি ট্রফিতে। স্যার উপাধি পেয়ে দারুণ উচ্ছ্বসিত লয়েড, ‘ক্রিকেটে আমি জীবনের ৫০ বছর পার করেছি। সম্মানিত হয়ে এখন আমি বুঝতে পারছি, আমার কাজকে শ্রদ্ধার চোখে দেখা হচ্ছে। ক্রিকেট আমি অনেক উপভোগ করেছি।  ক্রিকেট খেলে সম্মানিত হয়ে আমি ভীষণ খুশি।’

সর্বশেষ খবর