মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

চার দিনের টেস্ট

বহু বছর ৬ দিনের টেস্ট খেলেছে দলগুলো। তবে তিন ও চারদিনেরও টেস্ট হয়েছে। শুরুতে বিরতিহীন টেস্টও খেলেছে দলগুলো। এখন পাঁচদিনের টেস্ট খেলছে। তবে ২০২৩ সালের পর টেস্ট ম্যাচ চারদিনে আয়োজনের পরিকল্পনা করছে আইসিসি। ২০২৩-২০৩১ সাল পর্যন্ত আট বছরের চক্রে সব টেস্ট চার দিনের করার পরিকল্পনা চূড়ান্ত হতে পারে আইসিসির আগামী বছরের বৈঠকে। চারদিনের টেস্ট সর্বশেষ হয়েছে ১৯৭৪ সালে। এরপর মাঝে একদিনের বিরতি দিনে ৬ দিনের টেস্ট হতো। তবে ২০১৭ সালে আইসিসির বিশেষ অনুমতি নিয়ে চারদিনের টেস্ট খেলেছে দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে এবং ইংল্যান্ড-আয়ারল্যান্ড ম্যাচ।

 যদি চারদিনের টেস্ট চূড়ান্ত হয়, তাহলে প্রতিদিন ৯০ ওভারের জায়গায় ৯৮ ওভার খেলা হবে। এতে মাত্র ৫৮ ওভার খেলা কম হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর