মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
সেমিতে কে

কিংস না মুক্তিযোদ্ধা

ক্রীড়া প্রতিবেদক

কিংস না মুক্তিযোদ্ধা

বসুন্ধরা কিংস ও মুক্তিযোদ্ধা সংসদের শেষ আটের লড়াই আজ। নামেই বলে দেয় জয় পেয়ে সেমিফাইনাল খেলবে কারা? কাগজে-কলমে অবশ্যই বসুন্ধরাকে এগিয়ে রাখা যায়। শক্তি ও পারফরম্যান্সের বিচারে কিংস যদি বড় ব্যবধানে জিতে যায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। তবু সতর্ক হয়ে খেলতে হবে বর্তমান রানার্সআপদের। কেননা হারলেই বিদায়। গেল মৌসুমে অভিষেক আসরে পেশাদার লিগে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ে বসুন্ধরা কিংস। স্বাধীনতা কাপও জিতেছিল। ফেডারেশন কাপে অবশ্য রানার্সআপ হয়ে থাকতে হয় তাদের। এবার দলের শক্তি আরও বেড়েছে। কিন্তু এখন পর্যন্ত দর্শকদের মন জয় করার মতো নৈপুণ্য প্রদর্শন করতে পারেনি। ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়নের বদলে হয়েছে রানার্সআপ। প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে হারালেও পরের ম্যাচে চট্টগ্রাম আবাহনীর কাছে ০-২ গোলে হেরে যায়। অবশ্য সেই ম্যাচে বসুন্ধরার বেশ কজন নিয়মিত ফুটবলার মাঠে নামেননি। মুক্তিযোদ্ধা ‘ডি’ গ্রুপে চ্যাম্পিয়ন। শক্তিশালী শেখ রাসেল ক্রীড়াচক্রের বিপক্ষে পিছিয়ে থেকেও তারা ড্র করেছে। সেখানে তো ফেডারেশন কাপে তিনবারের চ্যাম্পিয়নদের যোগ্য প্রতিপক্ষ ভাবতেই হবে কিংসকে। কোচ অস্কার ব্রুজোন বলেছেন, নকআউট পর্ব মানেই চাপের লড়াই। এখানে ঠা া মাথায় খেলতে পারলে জয় সম্ভব।

 আশা রাখি বসুন্ধরা কিংস জিতেই সেমিফাইনালে যাবে।

অন্যদিকে কোয়ার্টার ফাইনালে লড়বে সাইফ স্পোর্টিং ও পুলিশ। প্রথম ম্যাচ শুরু হবে বিকাল সাড়ে ৩টায়। বসুন্ধরা কিংস লড়বে সন্ধ্যা সোয়া ৬টায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর