মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ঢাকার নায়ক ওয়াহাব

ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে এসেই ওয়াহাব রিয়াজ ম্যাচ থেকে ছিটকে দেন রাজশাহী রয়্যালসকে। নিজের প্রথম ওভারে নেন ৩ উইকেট। ম্যাচ শেষে ৩.৪ ওভারের স্পেলে ৫ উইকেট নেন মাত্র ৮ রানের খরচে। আসরে এখন পর্যন্ত এটাই সেরা বোলিং। এর আগে থিসারা পেরেরা নিয়েছিলেন ৩০ রানে ৫ উইকেট। পাকিস্তানি পেসারের বিধ্বংসী বোলিংয়ে ঢাকা প্লাটুন ৭৪ রানে রাজশাহীকে হারিয়ে তুলে নিয়েছে পঞ্চম জয়। পয়েন্ট তালিকায় রাজশাহীকে পেছনে ফেলে ঢাকা এখন তিনে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যায় প্রথমে ব্যাট করে তামিম ইকবালের ৬৮ ও আসিফের ৫৬ রানে ভর করে ২০ ওভারে ৫ উইকেটে ১৭৪ রান করে ঢাকা। জবাবে রাজশাহীর ইনিংস ১৬.৪ ওভারে গুটিয়ে যায় ১০০ রানে। বিধ্বংসী বোলিং করে ম্যাচসেরা হন ওয়াহাব।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর