বুধবার, ১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

বসুন্ধরা সেমিফাইনালে

ক্রীড়া প্রতিবেদক

বসুন্ধরা সেমিফাইনালে

কোয়ার্টার ফাইনালের গন্ডি টপকাতে পারেনি তিন শিরোপাপ্রত্যাশী ঢাকা ও চট্টগ্রাম আবাহনী এবং সাইফ স্পোর্টিং। তবে বছরের শেষ দিনে বাজিমাত করেছে বসুন্ধরা কিংস। ড্যানিয়েল কলিনড্রেস, জালাল কদু, মতিন মিয়া, নিকোলাস দেলমন্তে, মাহবুবুর রহমান সুফিল, আনিসুর রহমান জিকোরা দুর্দান্ত খেলে টানা দ্বিতীয়বারের মতো ফেডারেশন কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন। অবশ্য সেমিফাইনালে খেলতে দলটিকে ঘাম ঝরাতে হয়েছে। কোয়ার্টার ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৪-১ গোলে হারায় মুক্তিযোদ্ধাকে। গেল মৌসুমে প্রথমবারের মতো খেলতে নেমেই ফাইনাল খেলেছিল বসুন্ধরা। ৩ জানুয়ারি টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে অস্কার ব্রুজোনের বসুন্ধরা মুখোমুখি হবে নবাগত বাংলাদেশ পুলিশের। দিনের প্রথম ম্যাচ ও টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনালে সেন্ট্রাল আমেরিকার দেশ পুয়ের্তোরিকোর অধিনায়ক রিভিয়েরা সিডনি অ্যাডামসের জোড়া গোলে পুলিশ ৩-১ ব্যবধানে হারিয়েছে সাইফ স্পোর্টিংকে। প্রথম কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে রহমতগঞ্জ বিদায় করে আসরের সবচেয়ে সফল ও বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীকে এবং ঐতিহ্যবাহী মোহামেডান সেমিতে জায়গা করে নেয় চট্টগ্রাম আবাহনীকে বিদায় করে। আগামীকাল প্রথম সেমিফাইনালে মোহামেডানের প্রতিপক্ষ রহমতগঞ্জ।

তিন ফেবারিটের বিদায়ে কিছুটা চাপে ছিল গত মৌসুমের লিগ ও স্বাধীনতা কাপ চ্যাম্পিয়ন এবং ফেডারেশন কাপ রানার্স-আপ বসুন্ধরা কিংস। তার ওপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে চট্টগ্রাম আবাহনীর কাছে হেরে কিছুটা মানসিক চাপেও ছিল। তবে ওই ম্যাচে মূল একাদশ খেলাননি ব্রুজোন। গতকাল পুরো শক্তি নিয়েই খেলতে নামে। শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে। ৪ মিনিটে বসুন্ধরা এগিয়ে যায় দলের লেবানিজ স্ট্রাইকার মোহাম্মদ জালাল কদুর দুর্দান্ত ফিনিশিংয়ে। ডান প্রান্ত থেকে দলীয় অধিনায়ক কলিনড্রেস ঠান্ডা মাথায় ক্রস করেন। ছোট বক্সে দাঁড়ানো মতিন বল ধরে আলতো টোকায় ফাঁকায় দাঁড়ানো জালালকে দেন। জালাল কালক্ষেপণ না করে ঠান্ডা মাথায় মুক্তিযোদ্ধার গোলরক্ষক প্রিতমকে পরাস্ত করেন (১-০)। ওই গোলের পরের ২৫ মিনিটে আরও ৩টি গোলের সুযোগ নষ্ট করে বসুন্ধরা। দ্বিতীয়ার্ধে বসুন্ধরা গোলসংখ্যা বাড়ানোর চেষ্টা করে। কিন্তু সুবিধা করতে পারেনি স্ট্রাইকারদের ব্যর্থতায়। উল্টো গোল খেয়ে বসে। ৭৬ মিনিটে সমতা আনে মুক্তিযোদ্ধা। বসুন্ধরার রক্ষণভাগের ভুলে সমতা আনেন মেহেদি হাসান রয়েল (১-১)। এরপর দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে। গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত ৩০ মিনিটে গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে বসুন্ধরার চার শটের চারটিতেই গোল করেন বখতিয়ার দুইশোভেকভ, নিকোলাস দেলমন্তে, আতিকুর রহমান ফাহাদ ও ড্যানিয়েল কলিনড্রেস। বিপরীতে প্রথম দুই শট মিস করেন মুক্তিযোদ্ধার দুই ফুটবলার এবং তৃতীয়টিতে গোল করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর