বুধবার, ১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
বসুন্ধরা ওপেন গলফ

কার হাতে উঠবে চ্যাম্পিয়নের ট্রফি

নাজমুল হুদা, সাভার

কার হাতে উঠবে চ্যাম্পিয়নের ট্রফি

চতুর্থ বসুন্ধরা ওপেন গলফ জমে উঠেছে। তিন দিনে শীর্ষে থেকেছেন তিন গলফার। আজ যিনি শীর্ষে থেকে টুর্নামেন্ট শেষ করবেন তার হাতে উঠবে চ্যাম্পিয়নের ট্রফি। গতকাল সাভার গলফ ক্লাবে অনুষ্ঠিত তৃতীয় দিনটি ছিল উত্তেজনায় ভরা। পারের চেয়ে ৮ শট কম খেলে শীর্ষে উঠে এসেছেন কুর্মিটোলা গলফ ক্লাবের মজনু। পারের চেয়ে ৫ শট কম খেলে দক্ষিণ কোরিয়ার চউসিগুং ও কুর্মিঠোলা গলফ ক্লাবে আকবর হোসেন যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন। আকবর দ্বিতীয় দিনে শীর্ষে উঠে এসেছিলেন। নির্ধারিত পারের চেয়ে ৪ শট কম খেলে কুর্মিটোলা গলফ ক্লাবের তারকা গলফার সজিব আলী ও সাভার গলফ ক্লাবের রবিন আছেন তৃতীয় স্থানে। আজ বসুন্ধরা ওপেনের চূড়ান্ত ও শেষ দিন। লড়াই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে। শেষ পর্যন্ত কে চ্যাম্পিয়ন হবে বলা মুশকিল। উপভোগ্য গলফ দেখতে প্রচুর দর্শকের সমাগম ঘটেছে। বসুন্ধরা গ্রুপ এমন সুন্দর আয়োজনে পৃষ্ঠপোষকতা করে প্রশংসিত হচ্ছে। এ নিয়ে চতুর্থবার আসর হচ্ছে। আগামীতে এ টুর্নামেন্টের আকর্ষণ আরও বাড়বে এ প্রত্যাশা সবারই।

সর্বশেষ খবর