শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

রংপুরকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রাজশাহী

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে

সিলেট পর্বের সূচনা ম্যাচে গতকাল রাজশাহী রয়্যালস দাঁড়াতেই দেয়নি শেন ওয়াটসনের রংপুর রেঞ্জার্সকে। ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেলবিহীন ম্যাচটিতে রাজশাহী জিতেছে ৩০ রানে। এই জয়ে ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রান রেটের পার্থক্যে বঙ্গবন্ধু বিপিএলে রাজশাহী এখন সবার ওপরে। সমান ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দুই দলেরই শীর্ষ চারে থাকা  প্রায় নিশ্চিত। ৯ ম্যাচে ৬ হারে আসর থেকে ছিটকে পড়ার আশঙ্কায় রংপুর। তবে টানেলের শেষ প্রান্তে আলো দেখার মতো এখনো আশা টিকে আছে দলটির। এজন্য পরের তিন ম্যাচে জিততেই হবে। আগের আট ম্যাচে খেলেছেন রাজশাহীর নিয়মিত অধিনায়ক রাসেল। গতকাল চোখের সমস্যায় খেলেননি। তার জায়গায় পদ্মাপাড়ের দলটিকে নেতৃত্ব দেন শোয়েব মালিক।

 টস হেরে ব্যাট করতে নেমে রাজশাহীর দুই ওপেনার ৪.৫ ওভারে স্কোর বোর্ডে যোগ করেন ৫১ রান। লিটন ১৯ রান করে দ্রুত সাজঘরে ফিরলেও ফর্মে থাকা আফিফ ৩২ রান করেন মাত্র ১৭ বলে। দুই ওপেনারের গড়া ভিতে দাঁড়িয়ে দলকে টেনে নিয়ে যান ভারপ্রাপ্ত অধিনায়ক শোয়েব ও ইংলিশ অলরাউন্ডার রবি বোপারা। ওয়ানডাউনে খেলতে নেমে শোয়েব ৩৭ রান করেন ৩১ বলে ৪টি চারে। বোপারা ৫০ রানে অপরাজিত থাকেন ২৯ বলের খরচে ৪টি চার ও ৩ ছক্কায়। বোপারা ও নাওয়াজ আক্রমণাত্মক মেজাজে ব্যাট চালিয়ে মুস্তাফিজের শেষ ওভারে ৪ বলে নেন ২২ রান। ম্যাচসেরা বোপারার আক্রমণাত্মক ব্যাটিংয়ে রাজশাহীর স্কোর বোর্ডে লেখা হয় ২০ ওভারে ৪ উইকেটে ১৭৯ রান। ১৮০ রানের টার্গেটে ২০ ওভারে ১৪৯ রানের বেশি তুলতে পারেনি রংপুর। দলটির পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন ফজলে রাব্বি। ২৯ রান করেন টম আব্বেল ও ২৭ রান করেন মোহাম্মদ নাঈম। আগের তিন মাচের মতো গতকালও ব্যর্থ হয়েছেন শেন ওয়াটসন। টানা চার ম্যাচে দুই অঙ্কের রান করতে ব্যর্থ হয়েছেন তিনি। চার ম্যাচে তার ব্যাট থেকে বেরিয়েছে সাকল্যে ১৫!

রাজশাহী রয়্যালস : ১৭৯/৪ (২০ ওভার)

রংপুর রেঞ্জার্স : ১৪৯/৭ (২০ ওভার)

ফল : রাজশাহী ৩০ রানে জয়ী।

ম্যাচসেরা : রবি বোপারা

কুমিল্লা ওয়ারিয়র্স : ১৪০/৯ (২০ ওভার)

সিলেট থান্ডার : ১৪০/১০ (২০ ওভার)

ফল : ম্যাচ টাই, সুপার ওভারে কুমিল্লা জয়ী

ম্যাচসেরা : মুজিব উর রহমান

সর্বশেষ খবর