শনিবার, ৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
বঙ্গবন্ধু বিপিএল

মুশফিকের ম্যাচে ঢাকার জয়

আসিফ ইকবাল, সিলেট থেকে

মুশফিকের ম্যাচে ঢাকার জয়

মুশফিকুর রহিম

‘নন্দনকানন’ ইডেনে গোলাপি বলের টেস্টে শামী-ঈশান্ত-উমেশ ত্রয়ীর গতি, বাউন্স ও সুইংয়ে যখন নাজেহাল টাইগার ব্যাটসম্যানরা, তখন হিমালয়সম দৃঢ়তায় একাই প্রতিরোধ গড়েন মুশফিকুর রহিম। শুধু প্রতিরোধ নয়, পাল্টা আক্রমণে ব্যাকফুটে ঠেলেও দেন ভারতীয় বোলারদের। মুশফিকের প্রত্যয়ী ব্যাটিংয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে ভারতীয় মিডিয়া। শুধু তাই নয়, আইপিএলের নিলাম তালিকায় মুশফিকের নাম না দেখে বিস্মিত ফ্র্যাঞ্চাইজিরা ভারতীয় ক্রিকেট বোর্ডকে অনুরোধ করেন নিলামে মুশফিককে রাখতে। যদিও শেষ পর্যন্ত দল পাননি। কিন্তু ভেঙে পড়েননি। দল না পাওয়ার জিদকে কাজে লাগিয়ে বিপিএলের বিশেষ আসর ‘বঙ্গবন্ধু’ বিপিএলে মেলে ধরেছেন নিজেকে। ব্যাট হাতে বোলারদের শাসন করে রানের ফাল্গুধারা ছোটাচ্ছেন প্রতিটি ম্যাচে। খুলনা টাইগার্সের অধিনায়ক আসরে অষ্টম ম্যাচ খেলেন গতকাল। গড়েছেন অনবদ্য এক রেকর্ড। ৬৪ রানের নান্দনিক ইনিংস খেলে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নাম লিখেন বিপিএলে দুই হাজারী ক্লাবে। ২১৪৩ রান করে সবার ওপরে তামিম ইকবাল। গতকাল সিলেট বিভাগীয় স্টেডিয়ামে অসাধারণ ব্যাটিং করলেও মাশরাফির ঢাকা প্লাটুনের বিপক্ষে জয় পায়নি খুলনা। হেরেছে ১২ রানে। মুশফিকের দলের বিপক্ষে জয় তুলে ১২ পয়েন্ট নিয়ে রান রেটে ঢাকা এখন সবার ওপরে। ১২ পয়েন্ট নিয়ে রান রেটে দুই ও তিনে রাজশাহী রয়্যালস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

১০ পয়েন্ট নিয়ে চারেই রয়েছে খুলনা। টস জিতে মুশফিক ব্যাটিংয়ে পাঠান ঢাকাকে। দুই ইনফর্ম ওপেনার তামিম ইকবাল ও এনামুল বিজয় পাওয়ার প্লের সুযোগ কাজে লাগিয়ে ৫.৩ ওভারে ৪৫ রান তুলে বিচ্ছিন্ন হন। শেষ পর্যন্ত ৪ উইকেটে ১৭২ রান করে ঢাকা প্লাটুন। লক্ষ্য তাড়া করতে নেমে ১৬০ রানের বেশি করতে পারেনি খুলনা টাইগার্স। মুশফিক খেলেছেন ৩৩ বলে ৬৪ রানের ঝরো ইনিংস। ৩২ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন প্লাটুনের তরুণ বোলার হাসান মাহমুদ।

 

সংক্ষিপ্ত স্কোর

ঢাকা প্লাটুন : ১৭২/৪ (২০ ওভার)

খুলনা টাইগার্স : ১৬০/৮ (২০ ওভার)

ফল : ঢাকা ১২ রানে জয়ী। ম্যাচসেরা : হাসান মাহমুদ।

রংপুর রেঞ্জার্স : ১৯৯/৫ (২০ ওভার)

সিলেট থান্ডার : ১৬১/১০ ( ১৯.১ ওভার)

ফল : রংপুর ৩৮ রানে জয়ী। ম্যাচসেরা : শেন ওয়াটসন

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর