শনিবার, ৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ছুটির দিনে দর্শকদের ঢল

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের মাঠে ফুটবল হোক কিংবা ক্রিকেট, গ্যালারিতে দর্শকদের ঢল নিয়মিত দৃশ্য। তবে ব্যতিক্রম দেখা যাচ্ছিল এবার বঙ্গবন্ধু বিপিএলে। সিলেট-পর্বের প্রথম দিনে দর্শকদের উপস্থিতি ছিল একেবারেই কম। অবশেষে গতকাল ছুটির দিনে দেখা মিলল হাজার হাজার দর্শকের। ঢাকা আর খুলনার দুই ব্যাটসম্যানের ব্যাটিং ঝড়ে সেই দর্শকরা পেলেন পূর্ণ বিনোদন। বঙ্গবন্ধু বিপিএলের সিলেট-পর্ব শুরু হয় গত বৃহস্পতিবার। তবে শুরুর দিনে অতীতের মতো উন্মাদনা ছিল দর্শকদের। টিকিট নিয়ে ছিল না কাড়াকাড়ি। গতকাল সকাল থেকেই ছিল বৃষ্টির আনাগোনা।

ফলে দর্শক উপস্থিতি নিয়ে শঙ্কায় ছিলেন সংশ্লিষ্টরা। কিন্তু সেই শঙ্কা উড়িয়ে দিয়ে দিনের প্রথম ম্যাচ শুরুর আগেই গ্যালারিতে বাড়তে থাকে দর্শক উপস্থিতি। সেই ম্যাচ শেষ হওয়ার অনেক আগেই দর্শকে উত্তাল ছিল গ্যালারি। ঢাকার আসিফ আলী মাত্র ১৩ বলে ৩৯ রান এবং খুলনার মুশফিকুর রহিম মাত্র ৩৩ বলে ৬৪ রানের দুর্ধর্ষ ইনিংস খেলে শীতল বৃষ্টির দিনে আসা দর্শকদের দিয়েছেন উষ্ণ বিনোদন।

বঙ্গবন্ধু বিপিএলের সিলেট-পর্ব আজ শনিবার শেষ হবে। ফলে শেষের সাক্ষী হতে আজও দর্শকরা স্টেডিয়ামুখী হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর