রবিবার, ৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
বঙ্গবন্ধু গোল্ড কাপ

ফিলিস্তিনের গ্রুপে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

ফিলিস্তিনের গ্রুপে বাংলাদেশ

জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়েই বঙ্গবন্ধু গোল্ড কাপের ড্র শেষ হলো। ১৫ জানুয়ারি থেকে অনুষ্ঠেয় ছয় দলের এ টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে এ গ্রুপে। প্রতিপক্ষ ফিলিস্তিন ও শ্রীলঙ্কা। এছাড়াও বি গ্রুপে খেলবে বুরুন্ডি, মরিশাস ও সিশেলস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হচ্ছে এবারের বঙ্গবন্ধু গোল্ড কাপ। ড্র অনুষ্ঠানকে আকর্ষণীয় করার জন্য টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠান কে-স্পোর্টস দারুণ আয়োজন করেছিল। সুদূর রাশিয়া থেকে আসা ভলগা ও লিলিয়ানার নৃত্য পরিবেশনা এবং সাবেক ভারত-সুন্দরী রুপালি সোয়ান্তের উপস্থাপনা ভিন্ন মাত্রা যোগ করেছিল অনুষ্ঠানে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারি। ২০১৮ সালে সর্বশেষ বঙ্গবন্ধু গোল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছিল ফিলিস্তিন। জমকালো এ ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। সভাপতিত্ব করেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শিদী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, বঙ্গবন্ধু জন্মশতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব ড. কামাল আবু নাছের চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ।

অনুষ্ঠানে আ হ ম মুস্তফা কামাল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঘোষিত মুজিববর্ষে নানান আয়োজন থাকবে। বঙ্গবন্ধু গোল্ডকাপ এর মধ্যে ভিন্ন মাত্রা যোগ করবে বলে আশা করি। আমাদের স্বপ্ন জাতির পিতার আদর্শকে সামনে রেখে জাতিকে ঐক্যবদ্ধ করে দেশের উন্নয়নে কাজ করা।

সর্বশেষ খবর