মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

মাঠে নামছেন গেইল

ক্রীড়া প্রতিবেদক

মাঠে নামছেন গেইল

‘বিস্ফোরক’ ব্যাটসম্যান ক্রিস গেইল এখন ঢাকায়। ক্যারিবীয় ড্যাসিং ক্রিকেটার এসেছেন ‘বঙ্গবন্ধু’ বিপিএল খেলতে। খেলবেন মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েশ, রুবেল হোসেন, লেন্ডল সিমন্সদের সতীর্থ হয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে। বিপিএলের বিশেষ আসর ‘বঙ্গবন্ধু’ বিপিএলে আজ অভিষেক হবে টি-২০ ক্রিকেটের ‘যাযাবর’ ক্রিকেটারের। প্রতিপক্ষ লিটন দাস, আফিফ হোসেন ধ্রæব, আন্দ্রে রাসেলের রাজশাহী রয়্যালস। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যায় মুখোমুখি হতে যাওয়া দল দুটি এরমধ্যেই নিশ্চিত করেছে সুপার ফোর। দল দুটি প্রতিপক্ষ হয়ে খেলতে নামবে পয়েন্ট টেবিলের সবার উপরের স্থান নিশ্চিত করতে। হার জিতে অবশ্য দুই দলের সুপার ফোর খেলা না খেলা সমস্যায় পড়বে না। তবে, কোয়ালিফাইয়ার্স খেলার সম্ভাবনা টিকে থাকার লড়াই আজ। যদি কেউ হেরে যায়, তাহলে দলটির জন্য সমস্যার সৃষ্টি করবে ঢাকা প্লাটুন। কারণ ১২ পয়েন্ট নিয়ে মাশরাফির ঢাকা শ্বাস ফেলছে দল দুটির ঘাড়ে। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ওয়ারিয়র্স ও পয়েন্ট টেবিলের তলানির দল সিলেট থান্ডার। বিপিএল খেলেছেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, এবি ডি ভিলিয়ার্স, হাশিম আমলা, শেন ওয়াটসন, শহীদ আফ্র্রিদির মতো তারকা ক্রিকেটার। কিন্তু পারফরম্যান্সে বিচারে সবাইকে পেছনে ফেলেছেন ক্যারিবীয় ‘মাস্টার ব্লাস্টার’ গেইল। প্রথম আসর থেকে বঙ্গবন্ধু বিপিএল এখন পর্যন্ত সেঞ্চুরি হয়েছে ২০টি। যার ৫টিই করেছেন গেইল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর