মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
বঙ্গবন্ধু গোল্ডকাপ

দলে নেই বিপলু ইয়াসিন

ক্রীড়া প্রতিংবেদক

বঙ্গবন্ধু গোল্ডকাপে বেশ কঠিন গ্রুপেই খেলতে হবে বাংলাদেশকে। ছয় দেশের অংশগ্রহণে অনুষ্ঠেয় এ টুর্নামেন্টের গ্রুপ পর্বে ফিলিস্তিন ও শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ১৫ জানুয়ারি শুরু হবে বঙ্গবন্ধু গোল্ডকাপ। গতকাল এ টুর্নামেন্টের জন্য ২৩ সদস্যের জাতীয় দল ঘোষণা করা হয়েছে। নিয়মিত ফুটবলারদের মধ্যে বাদ পড়েছেন বিপলু আহমেদ ও ইয়াসিন আরাফাত। তবে দলে যোগ হয়েছেন নতুন মুখ মানিক হোসেন মোল্লা। আজ বিকালে জাতীয় দলের ফুটবলাররা রিপোর্ট করবেন স্থানীয় একটি  হোটেলে। কাল সকাল থেকে শুরু হবে বাংলাদেশ ফুটবল দলের আনুষ্ঠানিক প্রস্তুতি।  ইনজুরির কারণে বাদ পড়েছেন বিপলু আহমেদ। অন্যদিকে পারফরম্যান্স ভালো না থাকায় বাদ পড়েছেন ইয়াসিন আহমেদ। আর অনেকদিন পর ইনজুরি কাটিয়ে জাতীয় দলে ফিরছেন দেশের অন্যতম সেরা ডিফেন্ডার তপু বর্মন।

২৩ সদস্যের দল

গোলরক্ষক : আনিসুর রহমান জিকো, শহীদুল আলম  সোহেল ও আশরাফুল ইসলাম রানা।

ডিফেন্ডার : তপু বর্মন, ইয়াসিন খান, সুশান্ত ত্রিপুরা, বিশ্বনাথ ঘোষ, রায়হান হাসান, টুটুল হোসেন বাদশা, রিয়াদুল হাসান ও রহমত মিয়া। মিডফিল্ডার : রবিউল হাসান, সাদ উদ্দিন, মামুনুল ইসলাম মামুন, সোহেল রানা, জামাল ভূঁইয়া ও মানিক হোসেন মোল্লা।

ফরোয়ার্ড : মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, মোহাম্মদ ইব্রাহিম, নাবিব নেওয়াজ জীবন, আরিফুর রহমান ও রাকিব হোসেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর