বুধবার, ৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

রোনালদোর অন্যরকম রেকর্ড

ক্রীড়া ডেস্ক

রোনালদোর অন্যরকম রেকর্ড

অসংখ্য রেকর্ড আছে ক্রিস্টিয়ানো রোনালদোর। এবার ভিন্ন রকমের এক রেকর্ড গড়লেন তিনি। ইউরোপিয়ান শীর্ষ পাঁচ লিগে টানা ১৮ বছর গোল করলেন প্রথম ফুটবলার হিসেবে। গত সোমবার রোনালদো এ রেকর্ড গড়ার পাশাপাশি হ্যাটট্রিকও করেন। পর্তুগিজ এ তারকার বছরের শুরুটা হলো দূরন্ত। জুভেন্টাসও দারুণ জয় পেল। ঘরের মাঠে সিরি এ লিগের ম্যাচে ৪-০ গোলে হারিয়েছে ক্যাগলিয়ারিকে। ম্যাচের ৪৯তম মিনিটে রেকর্ড গড়া গোলটি করেন রোনালদো। এর পর ৬৭ মিনিটে পেনাল্টি থেকে করেন দ্বিতীয় গোল। হ্যাটট্রিক পূরণ করেন ৮২ মিনিটে। মাঝখানে ৮১ মিনিটে গঞ্জালো হিগুয়েন একটি গোল করে জুভেন্টাসের জয়ের ব্যবধান বাড়ান। লিগ ফুটবলে এটি রোনালদোর ৩৬তম হ্যাটট্রিক। ক্লাব ও জাতীয় দল মিলে ক্যারিয়ারে ৫৬তম হ্যাটট্রিক। এ নিয়ে সিরি এ লিগের চলতি মৌসুমে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের গোল হলো ১৩টি। মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ক্লাবের হয়ে তার মোট গোল হলো ১৫টি। টানা পাঁচ ম্যাচে গোল করে আগের বছর শেষ করা রোনালদোর নতুন বছরটা শুরু হলো আরও দুর্দান্তভাবে। আর জুভেন্টাসও দারুণ জয়ে লিগ জয়ের আশা ধরে রাখল। ১৮ ম্যাচে ১৪ জয় ও তিন ড্রয়ে ৪৫ পয়েন্ট সংগ্রহ করেছে। তারা। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে আছে ইন্টার মিলান। তবে গোলের এ ব্যবধান যে কোনো দিনই ঘুচে যেতে পারে!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর