বুধবার, ৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

শুরুতেই বাংলাদেশের সামনে চ্যাম্পিয়ন ফিলিস্তিন

ক্রীড়া প্রতিবেদক

শুরুতেই বাংলাদেশের সামনে চ্যাম্পিয়ন ফিলিস্তিন

ফেডারেশন কাপ শেষ। এরপর পেশাদার লিগের পালা। তবে তার আগে ঢাকায় বসবে আন্তর্জাতিক ফুটবলের লড়াই। ১৫ জানুয়ারি থেকেই শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক টুর্নামেন্ট। এবার আসরের গুরুত্ব অনেক। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাফুফের এটিই প্রথম কর্মসূচি। গ্রুপিং  নির্ধারণ হয়ে গেছে। চূড়ান্তভাবে বাংলাদেশ ফুটবলারদেরও নাম ঘোষণা করা হয়েছে। প্রস্তুত ফিকশ্চার। এখন শুধু টুর্নামেন্ট মাঠে গড়ানোর অপেক্ষা। দুই গ্রুপে ছয়টি দেশ অংশ নেবে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিন ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে মরিসাস, বুরুন্ডি ও মিশেলস। উল্লেখ্য তিনটি দেশই বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রথমবারের মতো অংশ নিচ্ছে। ১৫ জানুয়ারি উদ্বোধনী দিনেই বাংলাদেশ মুখোমুখি হচ্ছে চ্যাম্পিয়ন ফিলিস্তিনের বিপক্ষে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল পাঁচটায় ম্যাচটি শুরু হবে। ১৯ জানুয়ারি বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার বিপক্ষে। গ্রুপে পর্বে প্রতিদিন ১টি করে ম্যাচ হবে। দুই গ্রুপের শীর্ষে চার দলকে নিয়ে সেমিফাইনাল হবে। প্রথমটি ২২ ও দ্বিতীয়টি ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ফাইনাল ২৫ জানুয়ারি। প্রশ্ন হচ্ছে বাংলাদেশ এবার টুর্নামেন্টে কী করবে? শিরোপা জেতার সম্ভাবনা কতটুকু। বিশ্বকাপ বাছাই পর্বে কাতার ও ভারতের বিপক্ষে চমক দেওয়ার মতো খেললেও সব এলোমেল হয়ে যায় এস এ গেমসে। টুর্নামেন্টে টপ ফেবারিট ফিলিস্তিন।

চ্যাম্পিয়ন না হলেও রানার্স আপ হিসেবে জামালদের সেমিফাইনাল খেলাটা নিশ্চিত বলা যায়। যদি না পারে তা হবে বড় ব্যর্থতা। কারণ শ্রীলঙ্কার কাছে হারার মতো দল আর এখনকার বাংলাদেশ নয়। সেমি হয়তো নিশ্চিত। এখন ফাইনালে যাবে কি না সেটাই বড় প্রশ্ন।

সর্বশেষ খবর