বুধবার, ৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

দুই আম্পায়ার যুব বিশ্বকাপে

দুই আম্পায়ার যুব বিশ্বকাপে

প্রথমবারের মতো আইসিসির কোনো টুর্নামেন্টে ডাক পেয়েছেন বাংলাদেশের দুই আম্পায়ার। আগামী ১৭ জানুয়ারি দক্ষিণ আফ্রিকায় শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট। বিসিবি আন্তর্জাতিক প্যানেলের দুই আম্পায়ার শরিফুদৌল্লাহ ইবনে শহিদ ও মাকসুদুর রহমানকে ম্যাচ পরিচালনার সুযোগ করে দিয়েছে আইসিসি। গতকালই তাদের ঢাকা ছাড়ার কথা। ১৯৯৯ সাল থেকে বাংলাদেশ নিয়মিত ওয়ানডে বিশ্বকাপ খেলছে। টি-২০ ও টেস্টেও অংশ নিচ্ছে। ক্রিকেট বিশ্বে বাংলাদেশ এখন অন্যতম শক্তিশালী দল। তারপরও কোনো আম্পায়ারের আইসিসির টুর্নামেন্টে ডাক না পাওয়াটা ছিল বিস্ময়কর। অনেকে তাই বলতেন, আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার যোগ্যতা নেই বলে বাংলাদেশের আম্পায়ারদের ডাকা হয় না। এ নিয়ে বিষয়টি বারবার আইসিসির সভায় বাংলাদেশ তুললেও তা গুরুত্ব দেওয়া হতো না। এবার বন্ধ দুয়ার খুলল যুব বিশ্বকাপ।

যদি ভালো অ্যাম্পায়ারিং করতে পারে তাহলে ২০২৩ সালে মূল বিশ্বকাপে বাংলাদেশের অ্যাম্পায়ার দেখা যেতে পারে।

সর্বশেষ খবর