বুধবার, ৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

মুজিববর্ষ কাপ অ্যামেচার গলফ

মুজিববর্ষ কাপ অ্যামেচার গলফ

বাংলাদেশ গলফ ফেডারেশনের সার্বিক তত্ত্বাবধান ও কুর্মিটোলা গলফ ক্লাবের আয়োজনে ‘মুজিববর্ষ কাপ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ’ গতকাল কুর্মিটোলা গলফ ক্লাবে উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। ১৯৮২ সালে প্রথম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ শুরু হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপনের অংশ প্রতিযোগিতাটির নামকরণ করা হয়েছে ‘মুজিববর্ষ কাপ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ’। ৮ থেকে ১১ জানুয়ারি ২০২০ পর্যন্ত অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক এ গলফ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় দল ছাড়াও আফগানিস্তান, ইরান, চীন, ভুটান, নেপাল, মালয়েশিয়া  ও শ্রীলঙ্কার শ্রেষ্ঠ অ্যামেচার গলফারগণ অংশগ্রহণ করছেন। ২২ জন বিদেশি গলফারসহ সর্বমোট ২০৫ জন গলফার (পুরুষ ১৮০ ও মহিলা ২৫) এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। সমাপনী দিনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।

সর্বশেষ খবর