বুধবার, ৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

তামিমের ব্যাটিংয়ে সন্তুষ্ট কোচ সালাউদ্দিন

ক্রীড়া প্রতিবেদক

বঙ্গবন্ধু বিপিএলে তামিম ইকবালকে এখনো সেভাবে মারকুটে ব্যাটিং করতে দেখা যায়নি। স্ট্রাইকরেট ১১৫.২১। কেন তামিম বিপিএলে এমন ধীরগতিতে ব্যাটিং করেন এমন প্রশ্ন অনেকেরই! তবে তামিমের ব্যাটিং নিয়ে কোনো প্রশ্ন নেই কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। বরং তামিমের ব্যাটিংয়ে খুশি তিনি। গতকাল তামিম সম্পর্কে সালাউদ্দিন বলেন, ‘উইকেটে থাকাটা খুব বেশি জরুরি। কারণ তামিমের যে সামর্থ্য আছে। হয়তো শেষের দিকে সে এটা কাভার করত এবং সেটা করছে। এ কারণে তাকে নিয়ে খুশি।’

সালাহউদ্দিনের দাবি, ‘আমাদের দলটি যেভাবে করা হয়েছে, এখানে তামিমের আলাদা একটা ভূমিকা আছে। কারণ আমার মনে হয় তামিম যতোক্ষণ উইকেটে থাকবে, ততোক্ষণ আমাদের জন্য সুবিধা থাকবে। কারণ আমার কাছে মনে হয় নিচে অনেক পাওয়ার হিটার আছে।’ এখনো সেরা চারেই আছে সালাউদ্দিনের ঢাকা প্লাটুন। ক্রিকেটারদের নিয়ে অসন্তুষ্টি না থাকলেও টানা খেলা থাকায় বিপিএলের সূচি নিয়ে সন্তুষ্ট হতে পারেননি। সালাউদ্দিন বলেন, ‘আমার মনে হয় সূচি আরেকটু ভালো হতে পারত। প্রথম তিন দিনে আমরা তিনটি ম্যাচ খেলেছি। এটা আসলে বেশ কঠিন হয়ে যায়  খেলোয়াড়দের জন্য। টি-টোয়েন্টিতে অনেক বেশি চাপের ম্যাচ এগুলো। এখানে যদি ক্রিকেটাররা বিশ্রাম  পেত তাহলে আমার মনে হয় আরও ভালো হতো।  শেষের দিকে এসেও কিন্তু আমাদের চার দিনে তিনটি ম্যাচ খেলতে হবে। তাই সূচিটা আরেকটু ভালো হলে সবার সুবিধা হতো।’

সর্বশেষ খবর