বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

বাংলাদেশের চোখ ফাইনালে

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের চোখ ফাইনালে

গেল বছর ফুটবলে সময়টা ভালোই কাটছিল। লাওসকে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে জায়গা করে নিয়েছিল। তা না হলে দীর্ঘদিন আন্তর্জাতিক ফুটবলের বাইরে থাকতে হতো। বাছাইপর্বে এখন পর্যন্ত কোনো ম্যাচ জেতা সম্ভব হয়নি। তারপরেও জামাল ভূঁইয়াদের পারফরম্যান্স প্রশংসিত হয়েছে। ঢাকায় এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের বিপক্ষে অসাধারণ নেপুণ্য প্রদর্শন করেছে। সহজ সহজ সুযোগ পেয়েও ০-২ ব্যবধানে হেরেছে। কলকাতা সল্টলেকে প্রথমে এগিয়ে থেকেও শেষ মুহুর্তে গোল খেয়ে ভারতের বিপক্ষে ড্র করেছে। দুই ম্যাচে নৈপুণ্য ফুটবলে সোনালি দিনের কথা মনে করিয়ে দিয়েছে। বছরটা আরও রঙিন হতে পারত। যদি এস এ গেমসে হারানো সোনা উদ্ধার হতো। সেখানে কি না পাঁচ দলের মধ্যে হয়েছে তৃতীয়। এই লজ্জায় সব সাফল্যকে ¤øান করে দিয়েছে। সুযোগ এসেছে নতুন বছরকে জাগিয়ে তোলার। বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল দিয়েই বাংলাদেশের বছর শুরু হচ্ছে। আগামী ১৫ জানুয়ারি বঙ্গবন্ধু গোল্ডকাপের পর্দা উঠছে। উদ্বোধনী দিনেই বাংলাদেশ ‘এ’ গ্রুপে লড়বে আসরের বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিনের বিপক্ষে। ১৯ জানুয়ারি দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপে তিন দল থাকাতে এক ম্যাচ জিতলেই সেমিতে খেলার সুযোগ থাকবে। শক্তির বিচারে ফিলিস্তিনের সঙ্গে কী হবে বলা মুশকিল। তবে শ্রীলঙ্কাকে হারানো কষ্টকর হবে না। সেমিফাইনাল অনেকটা নিশ্চিত। তাই বাংলাদেশের টার্গেট থাকবে টুর্নামেন্টের ফাইনাল খেলা।

টুর্নামেন্ট এখনো মাঠে গড়ায়নি তারপরও গ্রুপিং দেখে বলা যায় বাংলাদেশ ফাইনাল টার্গেট করেই মাঠে নামবে।

ফিলিস্তিনের কাছে যদি হারেও তাহলে শ্রীলঙ্কার বিপক্ষে জেতার প্রত্যাশা করা যায়। হারলে তো বাংলাদেশের ফুটবল আবারও অন্ধকারে হারিয়ে যাবে। সেমিতে যদি উঠে তাহলে বাংলাদেশের প্রতিপক্ষ কে হবে এটাই বড় প্রশ্ন। বি গ্রুপে খেলবে মরিসাস, বুরুন্ডি ও সিসিলিস। এখানে গ্রুপ চ্যাম্পিয়নের লড়াই হতে পারে বুরুন্তি ও মরিয়াসের মধ্যে। সিসিলিস ততটা শক্তিশালী নয়। আসলে যে প্রতিপক্ষ হোক না কেন বাংলাদেশ জয়ের সামর্থ্য রাখে। সব কিছু এখন নির্ভর করছে জামাল, জীবনদের পারফরম্যান্সের ওপর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর