বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

জিম্বাবুয়ে ক্রিকেটে দুই অধিনায়ক

ক্রীড়া ডেস্ক

জিম্বাবুয়ে ক্রিকেটে দুই অধিনায়ক

এই প্রথম দুই অধিনায়কের পথে হেঁটেছে জিম্বাবুয়ে। মঙ্গলবার এই যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী টেস্ট অধিনায়কত্ব দেওয়া হয়েছে বাঁ হাতি স্পিনিং অলরাউন্ডার শন উইলিয়ামসকে। ওয়ানডে ও টি-২০ ক্রিকেটে নেতৃত্ব দেওয়া হয়েছে চামু চিবাবার হাতে। চলতি বছর এই নতুন নেতৃত্বে জিম্বাবুয়ে ঘরের মাঠে খেলবে আয়ারল্যান্ড, ভারত ও নেদারল্যান্ডসের বিপক্ষে। এছাড়া সফর করবে বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। দেশটি সর্বশেষ টেস্ট খেলেছিল ২০১৮ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশের মাটিতে তিন জাতির টুর্নামেন্টে জিম্বাবুয়ের নেতৃত্বে ছিলেন হ্যামিল্টন মাসাকাদজা। টুর্নামেন্ট খেলে অবসরে নতুন নেতৃত্ব আসে। সিঙ্গাপুরে তিন জাতির টুর্নামেন্টে দেশটিকে নেতৃত্ব দেন উইলিয়ামস। তবে এবারই প্রথম তাকে দায়িত্ব দেওয়া হয়েছে টেস্ট দলের। ওয়ানডে ও টি-২০ ক্রিকেটে চিবাবার নেতৃত্ব পাওয়াটা বিস্ময়ের সৃষ্টি করেছে। উইলিয়ামস ক্যারিয়ারে ১০ টেস্ট, ১৩১ ওয়ানডে ও ৩৮ টি-২০ ম্যাচ খেলেন। চিবাবা দেশের পক্ষে সর্বশেষ ম্যাচ খেলেন ২০১৮ সালের জুলাইয়ে।  

সর্বশেষ খবর