শিরোনাম
বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

লিগ কাপের সেমিতে ম্যানইউকে হারাল ম্যানসিটি

ক্রীড়া ডেস্ক

প্রিমিয়ার লিগের শিরোপা দিন দিন অধরা হয়ে উঠছে ম্যানচেস্টার সিটির। শিরোপা প্রত্যাশী লিভারপুল থেকে ১৪ পয়েন্ট পিছিয়ে এখন বর্তমান চ্যাম্পিয়নরা। পেপ গার্ডিওলার ম্যান সিটি যখন লিগের শিরোপা লড়াই থেকে ছিটকে পড়ছে ধীরে ধীরে, তখন অবশ্য সমর্থকদের উৎসব করার একটি ক্ষেত্রও উপহার দিয়েছেন বার্নার্ড সিলভা, রিয়াদ মাহরেজরা। আনন্দ করার যে পটভূমি তৈরি করেছে ম্যান সিটি, তার উপলক্ষ ছিল নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। লিগ কাপের সেমি ফাইনালের প্রথম লেগে ম্যান ইউর মাঠ ওল্ড ট্রাফোর্ডে পরশু রাতে এক পেশে ফুটবল খেলে ৩-১ গোলে জয় তুলে ফাইনালের পথে পা দিয়ে ফেলেছে গার্ডিওলার বাহিনী। সেমিফাইনালের দ্বিতীয় লেগের খেলা ২৯ জানুয়ারি। দ্বিতীয় সেমিফাইনালের প্রতিপক্ষ টটেনহ্যাম হটস্পার্স ও লিস্টার সিটি।  ইংলিশ প্রিমিয়ার দুই শক্তিধর প্রতিপক্ষ ম্যান সিটি ও ম্যান ইউ। নগর প্রতিদ্বন্দ্বীদের লড়াই আবার বাড়তি আবেদন ছড়ায় লড়াইয়ে। পরশু রাতে নিজ মাঠে নগর প্রতিদ্বন্দ্বী ম্যান সিটির বিপক্ষে বিন্দুমাত্র লড়াই করতে পারেনি অল রেডসরা। সিটিকে জেতানোর দুই নায়ক পর্তুগিজ মিডফিল্ডার বার্নার্ড সিলভা ও রিয়াদ মাহরেজ। বাকি একটি গোল ছিল আত্মঘাতী। স্বাগতিকদের পক্ষে একটি গোল শোধ করেন মার্কাস রাশফোর্ড। একচেটিয়া লড়াইয়ে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় সিটি। দ্বিতীয়ার্ধে একটি গোল পরিশোধ করে ম্যানইউ।

সর্বশেষ খবর