বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

সুপার ফোরে মাশরাফির ঢাকা

ক্রীড়া প্রতিবেদক

সুপার ফোরে মাশরাফির ঢাকা

আউট করার পরে মাশরাফির সাথে খুনসুটিতে মেতেছেন মুস্তাফিজ-রোহেত রাজিব

সিলেট পর্বে সুপার ফোর নিশ্চিত করেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও রাজশাহী রয়্যালস। গতকাল তৃতীয় দল হিসেবে বঙ্গবন্ধু বিপিএলের সুপার ফোর নিশ্চিত করেছে মাশরাফি বিন মর্তুজার ঢাকা প্লাটুন। পৌষের সন্ধ্যায় বোলার শাসিত লো স্কোরিং ম্যাচে রংপুর রেঞ্জার্সকে ৬১ রানে হারিয়েছে ঢাকা। এই জয়ে ঢাকার পয়েন্ট ১০ ম্যাচে ১৪। ১১ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে সবার উপরে চট্টগ্রাম। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে রান রেটে তৃতীয় স্থানে রাজশাহী রয়্যালস। সুপার ফোরের বাকি দল হতে লড়াই করছে খুলনা টাইগার্স ও কুমিল্লা ওয়ারিয়র্স। তবে লড়াইয়ে এগিয়ে খুলনা। দলটির পয়েন্ট ১০ ম্যাচে ১২। বিপরীতে কুমিল্লার পয়েন্ট ১১ ম্যাচে ১০। আগামীকাল ঢাকাকে হারালেই চতুর্থ দল হিসেবে প্লে-অফে খেলবে খুলনা। ঢাকা জিতলে পয়েন্ট টেবিলের সবার উপরে ওঠার লড়াইয়ে টিকে থাকবে। বাদ পড়বে কুমিল্লা। খুলনা পরের দুই ম্যাচের একটি জিতলেই চলে যাবে সুপার ফোরে। গতকাল মিরপুর স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৫ রান করে ঢাকা। মাশরাফি বাহিনীকে আটকে রাখেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। বোলিং সহায়ক উইকেটে ঢাকার পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন তামিম ইকবাল। ৩১ রান করেন পাকিস্তানি শাদাব খান। মুস্তাফিজ ৪ ওভারের স্পেলে ৩৪ রানের খরচে নেন ৩ উইকেট। ৩ উইকেট নেন ফাস্ট বোলার তাসকিন আহমেদও। ১৪৬ রানের টার্গেটে খেলতে নেমে রংপুর ১৫.৩ ওভারে মাত্র ৮৪ রানে অলআউট হয়।

সর্বশেষ খবর