শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

চার দিনের টেস্টের বিপক্ষে গেইল

ক্রীড়া প্রতিবেদক

চার দিনের টেস্টের বিপক্ষে গেইল

বিপিএলের পরিচিত মুখ। ব্যাট হাতে প্রায় প্রতিটি আসরেই তাÐব ছড়িয়েছেন। টি-২০ টুর্নামেন্টটির গত ছয় আসরে সেঞ্চুরি করেছেন ৫টি। এবার খেলছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে। ৪০ বছর বয়সী গেইল এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন মাত্র একটি। ছোট্ট ইনিংসটিতে আভাস দিয়েছেন ঝড়ের। গতকাল মিরপুর একাডেমী মাঠে অনুশীলনের ফাঁকে জানিয়েছেন, চার দিনের টেস্টকে তিনি সমর্থন করেন না, ‘চার দিনের টেস্ট নিয়ে আমার কোনো আগ্রহ নেই। আমি ১০০ টেস্ট ( খেলেছেন ১০৩ টেস্ট) খেলেছি। এরমধ্যে অনেকগুলো টেস্ট শেষ হয়েছে তিন দিনে। চার ও পাঁচ দিনেও শেষ হয়েছে। আমার মতে পাঁচ দিনের টেস্টই সেরা। টেস্ট ক্রিকেটকে চার দিনে নামিয়ে আনার কোনো কারণ দেখছি না।’ শুধু গেইল নন, শচীন টেন্ডুলকার, গ্লেন ম্যাকগ্রাথরা চার দিনের টেস্ট খেলানোর বিপক্ষে। ক্রিকেট বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় চরিত্র গেইল। চার-ছক্কার ফুলঝুড়ি ছোটানোর ওস্তাদ গেইল মনে করেন ক্রিকেট বিশ্ব আর কোনোদিন ‘ইউনিভার্সাল বস’ পাবে না, ‘ আর কোনো ‘ইউনিভার্সাল বস’ বা ক্রিস গেইল আসবে না। ইউনিভার্সাল বস একজনই এবং সেটা একজনই থাকবেন। আমার মতো আর কেউ হতে পারবেন না।’

সর্বশেষ খবর