শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ভ্যালেন্সিয়াকে উড়িয়ে ফাইনালে রিয়াল

ক্রীড়া ডেস্ক

ইনজুরির কারণে জিনেদিন জিদানের দল রিয়াল মাদ্রিদ এখন অনেকটাই শক্তিহীন হয়ে পড়েছে। তবে ইডেন হ্যাজার্ড, গেরেথ বেল আর করিম বেনজেমার মতো তারকা ফুটবলাররা ছাড়াও আলো ছড়াচ্ছে দলটা। বুধবার স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে ভ্যালেন্সিয়াকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। লস ব্ল্যাঙ্কোসদের পক্ষে একটি করে গোল করেন জার্মানির টনি ক্রুজ, স্পেনের ইসকো এবং ক্রোয়েশিয়ার লুকা মডরিচ। শেষ দিকে প্যারেহো ভ্যালেন্সিয়ার পক্ষে পেনাল্টি থেকে একটি গোল করলেও দলের পরাজয় রুখতে পারেননি। প্রথমবারের মতো চার দলের স্প্যানিশ সুপার কাপ আয়োজন করছে স্পেন।

তাও নিজেদের দেশে নয়, সৌদি আরবের কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে আয়োজিত হচ্ছে টুর্নামেন্টটি। এর আগে কেবল লা লিগা ও কোপা দেল রে কাপের চ্যাম্পিয়ন দল দুটি স্প্যানিশ সুপার কাপে খেলত। তবে এবার থেকে লা লিগার শীর্ষ তিন দল এবং কোপা দেল রে কাপ চ্যাম্পিয়ন, এই চারটি দল সেমিফাইনাল এবং ফাইনালে মুখোমুখি হবে। কোপা দেল রে কাপের চ্যাম্পিয়ন হিসেবে ভ্যালেন্সিয়া এবং লা লিগার শীর্ষ তিন দল বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদ খেলছে এ টুর্নামেন্ট। গত রাতে অপর সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। ফাইনালে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ এতক্ষণে নিশ্চিত হয়ে গেছে। ১২ জানুয়ারি একই স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে দুদল।

সর্বশেষ খবর