রবিবার, ১২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

শীর্ষ দুইয়ে খুলনা ও রাজশাহী

ক্রীড়া প্রতিবেদক

শীর্ষ দুইয়ে খুলনা ও রাজশাহী

মুশফিকুর রহিম বার বার সেঞ্চুরি করতে ব্যর্থ হলেও নাজমুল হোসেন শান্ত ঠিকই তা করে দেখালেন। গতকাল ঢাকা প্লাটুন প্রথমে ব্যাটিং করে ২০৫ রান করে। বড় টার্গেটে খেলতে নেমে খুলনা টাইগার্স নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে (৫৭ বলে ১১৫ রান) ৮ উইকেটের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে। ১৮.১ ওভারে ২০৭ রান করে খুলনা। পাশাপাশি ১৬ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থাকায় শীর্ষস্থানও নিশ্চিত করেছে খুলনা। কোয়ালিফায়ার্সে রাজশাহীর মুখোমুখি হবে খুলনা। এদিকে দিনের প্রথম ম্যাচে লিটন দাস উইকেটের চারদিকে মারকাটারি সব স্ট্রোক খেলে ৮ উইকেটের সহজ জয় উপহার দেন রাজশাহীকে। কুয়াশা ঢাকা স্টেডিয়ামে খেলেছেন ৭৫ রানের ম্যাচ জেতানো ইনিংস। এ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে বঙ্গবন্ধু বিপিএলে এখন সবার উপরে রাজশাহী। প্রথম দল হিসেবে নিশ্চিত করেছে কোয়ালিফাইয়ার্স। ১৩ জানুয়ারি প্রথম কোয়ালিফাইয়ার্সে রাজশাহী খেলবে চট্টগ্রাম, ঢাকা প্লাটুন ও খুলনা টাইগার্সের যে কোনো এক দলের বিপক্ষে। শীর্ষ দুই নিশ্চিত করায় ফাইনালে উঠতে অন্তত দুটি সুযোগ পাবে রাজশাহী। শীতের দুুপুরের চট্টগ্রাম ও রাজশাহী মুখোমুখি হয়েছিল কোয়ালিফাইয়ার্সের প্রথম দল হতে। ১৬ পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে ছিল চট্টগ্রাম। গতকাল সেই সুবিধা নিয়েই ব্যাট করতে নামে মাহমুদুল্লাহ বাহিনী। কিন্ত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৫ রানের বেশি করতে পারেনি। টার্গেট ১৫৬ রান। লিটনের দুরন্ত ব্যাটিংয়ে ৮ উইকেট হাতে রেখে জিতে যায় রাজশাহী।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-রাজশাহী রয়্যালস

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : ১৫৫/৫ (২০ ওভার)

রাজশাহী রয়্যালস : ১৫৬/২ (১৭.৪ ওভার)

ফল : রাজশাহী রয়্যালস ৮ উইকেটে জয়ী।

ম্যাচসেরা :  লিটন দাস।

 

ঢাকা প্লাটুন- খুলনা টাইগার্স

ঢাকা প্লাটুন : ২০৫/৪ (২০ ওভার)

খুলনা টাইগার্স : ২০৭/২ (১৮.১ ওভার)

ফল : খুলনা টাইগার্স ৮ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : নাজমুল হোসেন শান্ত।

সর্বশেষ খবর