রবিবার, ১২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ফিনল্যান্ড প্রবাসী ফুটবলার তারিক এলেন কিংসে

ক্রীড়া প্রতিবেদক

ফিনল্যান্ড প্রবাসী ফুটবলার তারিক এলেন কিংসে

মৌসুমের প্রথম ট্রফি ফেডারেশন কাপ জিতে নিয়েছে জায়ান্ট বসুন্ধরা কিংস। সামনে পেশাদার লিগ ও স্বাধীনতা কাপ। মার্চে নামবে এএফসি কাপে। তাই দলকে আরও শক্তিশালী করতে কিংস উড়িয়ে এনেছে ফিনল্যান্ড প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলার তারিক কাজীকে। গতকাল দুপুরেই তিনি ঢাকা এসে পৌঁছেছেন। তারিক এবার ফুটবল লিগে খেলবেন তা আগেই নিশ্চিত ছিল। মাঝে বসুন্ধরার ফুটবলারদের সঙ্গে অনুশীলনও করে যান। কোচ অস্কার ব্রুজোন তার পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেন।বাংলাদেশি কোটাতেই খেলবেন তারিক। ফিফা র‌্যাঙ্কিংয়ে ৫৮ নম্বরে থাকা ফিনল্যান্ড অনূর্ধ্ব-১৯ ও ১৭ দলে খেলেছেন তিনি। ফিনল্যান্ড লিগে শীর্ষ  ক্লাব ইলভস টাসপেরোতে খেলে দর্শকদের মন জয় করেন এ তরুণ। বঙ্গবন্ধু গোল্ডকাপের পর পেশাদার লিগ শুরু হবে। তখনই মাঠে দেখা যাবে তারিক কাজীকে।

সর্বশেষ খবর