রবিবার, ১২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

জাতীয় অ্যাথলেটিক্স শুরু ১৬ জানুয়ারি

অ্যাথলেটিকসে হতাশা পিছু ছাড়ছে না। এক সময়ে সাউথ এশিয়ান গেমসে দাপট দেখালেও এখন ব্যর্থতা ছাড়া কিছুই মিলছে না। ২০০৫ সালে এস এ গেমসে সোনা জেতার পর তা যেন স্বপ্নে পরিণত হয়েছে। টানা দুবার মিলিয়ে দক্ষিণ এশিয়ার দ্রুততম মানবের খেতাব পান বাংলাদেশের অ্যাথলেটস। সবকিছুই ঝিমিয়ে পড়েছে। সদ্য সমাপ্ত নেপাল এস এ গেমসে অ্যাথলেটিকসে বাংলাদেশের প্রাপ্তি ছিল ১টি রৌপ্য ১টি বোঞ্জ। এমনি হতাশার মধ্যে জাতীয় অথ্যালেটিক্স চ্যাম্পিয়নশিপ দুয়ারে। ১৬ জানুয়ারি থেকে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হচ্ছে জাতীয় চ্যাম্পিয়শিপের ৪৩তম আসর। জাতির জনক শতবর্ষ জন্মবার্ষিকী। অর্থাৎ মুজিববর্ষ এই আসরের অন্তর্ভুক্ত। গতকাল সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু জানান, ৬৪ জেলা, ৮ বিভাগ, বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড, বিকেএসপি, বিজেএমসি ও সার্ভিসেস দলের পুরুষ ও মহিলা মিলিয়ে ৫০০ অ্যাথলেট প্রতিযোগিতায় অংশ নেবে। পুরুষ ২২, মহিলাদের ১৪টি ইভেন্ট রয়েছে। দীর্ঘ ১৪ বছর পর ঢাকার বাইরে ঘাসের মাঠে জাতীয় অ্যাথলেটিকস অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সর্বশেষ খবর