মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

পাপন-মানি বৈঠকে ভাগ্য নির্ধারণ

এজেন্ডা ছিল ডজনের উপর। কিন্তু পরিচালনা পর্ষদের মূল আলোচনায় ছিল বাংলাদেশের পাকিস্তান সফর। এই একটি ইস্যু নিয়ে তিন ঘণ্টা পার করেন বিসিবি সভাপতি ও পরিচালকরা। সভায় সর্বজন সিদ্ধান্ত নেয়, স্বল্প সময়ের জন্য পাকিস্তান সফর করবে এবং  সেখানে শুধু টি-২০ সিরিজ খেলবে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমনটি জানানোর পরও কিন্তু ইস্যুটির সমাপ্তি ঘটেনি। বরং জিইয়ে রয়েছে। দুবাইয়ে আজ বিসিবি সভাপতির সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি এহসান মানি জরুরি বৈঠকে বসবেন।

বৈঠকেই বাংলাদেশের পাকিস্তান সফরের ভাগ্য চূড়ান্ত হবে, জানিয়েছে পিসিবি একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে। বিজ্ঞপ্তিতে লেখা-বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে পিসিবি সভাপতি এহসান মানি আইসিসি সভার বাইরে জরুরি সভায় বসবেন বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে। অবশ্য বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস দুই সভাপতির বৈঠক নিয়ে আনুষ্ঠানিক কিছু বলতে রাজি হননি। শুধু বলেছেন, ‘দুই সভাপতি আইসিসির সভার বাইরে আলাদা করে বসবেন। সেখানে অবশ্যই সফর নিয়ে কথা হবে।’

সর্বশেষ খবর