মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

মাঠের বাইরে সুয়ারেজ

বার্সেলোনার বড় দুঃসময় যাচ্ছে। স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে বিদায় নিয়েছে বার্সেলোনা। লা লিগায়ও অবস্থান খুব একটা সুসংহত নয়। যেকোনো দিনই রিয়াল মাদ্রিদ শীর্ষস্থান দখল করতে পারে। এ অবস্থায় আরও একটা দুঃসংবাদ পেল কাতালান ক্লাবটির সমর্থকরা। পায়ে অস্ত্রোপচার করায় চার মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজকে। ডান পায়ের হাঁটুতে আঘাত পেয়েছিলেন এ উরুগুয়ের তারকা। রবিবার তার পায়ে অস্ত্রোপচার করা হয়। ক্লাবের এক বিবৃতিতে জানানো হয়, চার মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে লুইস সুয়ারেজকে। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ক্লাবের হয়ে ২৩ ম্যাচ খেলে ১৪ গোল করেছেন তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর