মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

মোহামেডানের এজিএম নিয়ে শঙ্কা

ক্রীড়া প্রতিবেদক

ক্লাব সদস্যসচিব লোকমান হোসেন ভূঁইয়ার ক্যাসিনো কা-ে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান গভীর সংকটে পড়ে  যায়। লোকমান গংরা এ ক্লাবকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল এ অভিযোগ অনেক স্থায়ী সদস্যের । এমন সংকটাপন্ন অবস্থায় বাদল রায়ের নেতৃত্বে দলের সাবেক ফুটবলার ও নিবেদিত সংগঠকদের প্রচেষ্টায় ফুটবলে তারুণ্যনির্ভর দল গড়তে সমর্থ হয় মোহামেডান। তারকা না থাকলেও মৌসুমের প্রথম ট্রফি ফেডারেশন কাপ সেমিফাইনালও খেলে সাদাকালোরা। হাই কোর্ট মোহামেডান ক্লাবের অচলাবস্থা দূর করতে সাধারণ সভা করার দায়িত্ব দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিনকে।

আট সপ্তাহের মধ্যে সাধারণ সভা করার কথা থাকলেও সেসময় শেষ হতে চলেছে। তাই অনেকের শঙ্কা মোহামেডানের আদৌ এজিএম হবে কিনা। নতুন কমিটি গড়া সম্ভব হবে কিনা? এ নিয়ে ক্রীড়াঙ্গনে নানাগুঞ্জন শোনা যাচ্ছে। এ ব্যাপারে গতকাল মোবাইলে কথা হয় আমিন উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, এ নিয়ে সংশয় বা শঙ্কার কিছুই দেখছি না। ব্যস্ততার কারণে এজিএমের তারিখ নির্ধারণ করতে পারিনি। তবে এতটুকু নিশ্চয়তা দিয়ে বলছি ফেব্রুয়ারি মাসেই এজিএম হবেই।

সর্বশেষ খবর