বুধবার, ১৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

চট্টগ্রাম না রাজশাহী!

রাউন্ড রবিন পর্বে দুটো দলই দুর্দান্ত খেলেছে। এমনকি দুই লেগে দুই দলের জয়-পরাজয়ের সংখ্যাও সমান। প্রথমবার রাজশাহী রয়্যালসকে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পরেরবার রাজশাহীর কাছে হেরেছে চট্টগ্রাম

ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রাম না রাজশাহী!

বিপিএলে প্রথমবারের মতো ফাইনাল নিশ্চিত করেছে খুলনার দল খুলনা টাইগার্স। আগের টুর্নামেন্টগুলোতে খুলনা বিভাগের দল কখনোই ফাইনাল খেলতে পারেনি। তবে আজ প্লে-অফে খেলতে নামা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং রাজশাহী রয়্যালস দুটি দলেরই ভিন্ন নামে বিপিএলের ফাইনাল খেলার অভিজ্ঞতা আছে। ২০১২-১৩ মৌসুমে চিটাগং কিংস এবং ২০১৬-১৭ মৌসুমে রাজশাহী কিংস ফাইনাল খেলেছে। অবশ্য কোনো দলই বিপিএলের শিরোপা জিততে পারেনি। এবার তাই নতুন চ্যাম্পিয়নের দেখা পাবে বিপিএল। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ বিপিএলে ক্রিকেটমোদীদের জন্য বিশেষ উপহার।

রাউন্ড রবিন পর্বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং রাজশাহী রয়্যালস দুটি দলই দুর্দান্ত ক্রিকেট খেলেছে। ১২ ম্যাচে ৮টি করে ম্যাচ জিতেছে দুটি দলই। অবশ্য রানরেটে এগিয়ে থাকায় দুইয়ে ছিল রাজশাহী। সেই সুবাদে দ্বিতীয়বারের মতো সুযোগ পাচ্ছে তারা ফাইনালে যাওয়ার। প্রথম কোয়ালিফায়ার্সে খুলনা টাইগার্সের কাছে হেরে গেছে আন্দ্রে রাসেলদের রাজশাহী রয়্যালস। অন্যদিকে এলিমিনেটরের বাধা পাড়ি দিয়ে এসেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তারা হারিয়েছে মাশরাফিদের ঢাকা প্লাটুনকে।

রাউন্ড রবিন পর্বে দুটো দলই দুর্দান্ত খেলেছে। এমনকি দুই লেগে দুই দলের জয়-পরাজয়ের সংখ্যাও সমান। প্রথমবার রাজশাহী রয়্যালসকে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পরেরবার রাজশাহীর কাছে হেরেছে চট্টগ্রাম। দুই দলের শক্তিমত্তা নিয়ে বিশ্লেষণ করে কোনো এক দলকে ফেবারিট হিসেবে ধরে নেওয়া তাই বোকামিই হবে। তবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একটা দিক দিয়ে হয়ত এগিয়ে থাকবে মানসিকভাবে। এই দলে আছেন ‘ইউনিভার্সাল বস’ খ্যাত ক্যারিবীয়ান তারকা ক্রিস গেইল। এখনো অবশ্য গেইল ঝড়ের দেখা পাননি বিপিএলের দর্শকরা। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে গেইলের মতো তারকারা ফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারেন। এমন অসংখ্য উদাহরণ এরই মধ্যে তুলে ধরেছেন গেইল। দেখা যাক, আজ তিনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে জয় উপহার দিতে পারেন কি না!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর