বুধবার, ১৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

দর্শকদের মাঠে আসার আহ্বান জামালের

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের ফুটবলে এক সময় গ্যালারিতে ঠাঁই মিলত না। হাজার সমর্থকের উল্লাস ধ্বনি মাঠ কাঁপিয়ে দিত। এখন সে সব স্মৃতিই হয়ে গেছে। অবশ্য এবার বিশ্বকাপ বাছ্ইা পর্বে বাংলাদেশ ও কাতারে ম্যাচে দর্শক ভরে যায়। ভালো খেললে দর্শক যে আসবেই। তার প্রমাণ মিলেছে সেই দিন। আজ থেকে জাতির জনকের নামে বঙ্গবন্ধু গোল্ডকাপের পর্দা উঠছে। দুই গ্রুপে বিভক্ত হয়ে ছয়টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনেই বাংলাদেশ লড়বে বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিনের বিপক্ষে। সত্যি বলতে কি মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে এই টুর্নামেন্ট হলেও তেমন মান সম্পন্ন দলের আগমন ঘটেনি। তাই দর্শকদের উপস্থিতি সন্তোষজনক হবে কিনা এ নিয়ে সংশয় রয়েছে। বিষয়টি নিয়ে হয়তবা বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়াও চিন্তিত। গতকাল বাফুফে ভবনে তিনি দর্শকদের মাঠে আসার আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ খবর