শনিবার, ১৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

টাইগার যুবাদের মিশন শুরু

ক্রীড়া প্রতিবেদক

টাইগার যুবাদের মিশন শুরু

ভবিষ্যতের ব্রায়ান লারা, হাশিম আমলা, বিরাট কোহলি পেতে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ। টেস্ট খেলুড়ে ১২টি এবং সহযোগী চারটিসহ ১৬ জাতির যুব বিশ্বকাপ মাঠে গড়িয়েছে গতকাল। যুুবাদের বিশ্বসেরা হওয়ার লড়াইয়ের আসরে সূচনা ম্যাচে আফগানিস্তানকে আতিথেয়তা দিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। বরাবরের মতো বাংলাদেশও এবার অংশ নিচ্ছে আসরে। আকবর, মৃত্যুঞ্জয়, তগহিদ হৃদয়দের স্বপ্ন এবার আকাশছোঁয়ার। প্রথম শিরোপা জয়ের টার্গেটে বাংলাদেশ আজ খেলতে নামছে মূল মঞ্চে। পচেফস্ট্রোমের ম্যাচে টাইগার যুবাদের প্রতিপক্ষ আফ্রিকান প্রতিনিধি জিম্বাবুয়ে। ‘সি’ গ্রুপে আকবরদের দ্বিতীয় ম্যাচ ২১ জানুয়ারি, প্রতিপক্ষ স্কটল্যান্ড এবং ২৪ জানুয়ারি তৃতীয় ম্যাচের প্রতিপক্ষ দুবারের চ্যাম্পিয়ন পাকিস্তান। ১৬ দল চার গ্রুপে বিভক্ত হয়ে খেলছে। প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল খেলবে কাপ পর্ব। নিচের দুই দল খেলবে প্লেট পর্ব। ১৯৯৮ সালে শুরু যুব বিশ্বকাপ। বাংলাদেশ খেলছে ১৯৯৮ সাল থেকে। প্লেট চাম্পিয়ন হয়ে বাজিমাত করেছিল নিজেদের প্রথম আসরেই। ২০০৪, ২০১০ ও ২০১৪ সালেও প্লেট চ্যাম্পিয়ন হয়েছিল টাইগার যুবারা। কাপ পর্বে খেলছে অনিয়মিত। সাফল্য নেই বললেই চলে। একবারই খেলেছে সেমিফাইনাল। ২০১৬ সালে ঘরের মাঠে টুর্নামেন্টের সেমিফাইনাল খেলেছিলেন মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্তরা। ফাইনালে ওঠার লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজ যুবাদের কাছে হেরেছিল বাংলাদেশ। তৃতীয় হয়েছিল আসরে। এখন পর্যন্ত যুব বিশ্বকাপে এটাই সেরা ফল। এবার অতীতকে পেছনে ফেলে ভালো কিছুর স্বপ্নে বিভোর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জিম্বাবুয়ান যুবাদের বিপক্ষে ময়দানী লড়াইয়ের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন আকবররা।

‘টাই’ করেছে অস্ট্রেলিয়ার সঙ্গে। লো স্কোরিং ম্যাচ সত্ত্বেও লড়াই করে হেরেছে নিউজিল্যান্ডের কাছে। দুটি মিশ্র অভিজ্ঞতা নিয়ে আজ মূল মঞ্চে নামছে বাংলাদেশ যুব দল।     

দক্ষিণ আফ্রিকায় যাওয়ার আগে অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ নিয়ে দলের স্বপ্নের কথা বলেছিলেন আকবর। পচেফস্ট্রোমে এক সপ্তাহের অনুশীলন শেষে টাইগার যুব দলের অধিনায়ক আকবর বলেন, ‘যুব বিশ্বকাপে খেলতে পেরে ভালো লাগছে। আমি মনে করি, বিশ্বকে আমাদের দক্ষতা দেখানোর এটি দারুণ সুযোগ। আমাদের প্রস্তুতিও ভালো হয়েছে। এখন আমরা মুখিয়ে আছি নিজেদের প্রমাণের জন্য। সত্যি বলতে বিশ্বকাপ নিয়ে আমরা সবাই রোমাঞ্চিত।’

এবারের যুব বিশ্বকাপে ভালো করতে জোর প্রস্তুতি নিয়েছে। নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো সিরিজ জিতেছে। ২০১৮ সালের যুব বিশ্বকাপের পর এখন পর্যন্ত ৩৩টি ওয়ানডে খেলে জিতেছে ১৮ ম্যাচ। হার ৮টি এবং টাই একটি ও পরিত্যক্ত ৩টি। ১৬ দলের যুব বিশ্বকাপের গ্রুপ পর্বেও ম্যাচ ১৭-২৬ জানুয়ারি। ২৮-৩১ জানুয়ারি চার কোয়ার্টার-ফাইনাল। ৪ ও ৬ ফেব্রুয়ারি দুটি সেমিফাইনাল এবং ফাইনাল ৯ ফেব্রুয়ারি।

সর্বশেষ খবর