সোমবার, ২০ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

উৎসাহ দিতে যাবেন পাপন

পাকিস্তান সফর

ক্রীড়া প্রতিবেদক

বঙ্গবন্ধু বিপিএল শেষ। চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী রয়্যালস ও রানার্সআপ খুলনা টাইগার্স। দেশের সবচেয়ে জমকালো টি-২০ টুর্নামেন্টটি শেষ হলেও রয়ে গেছে তার লেশ। সেই রেশ কাটার আগেই মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম আবার মুখরিত ক্রিকেটারদের পদচারণায়। পাকিস্তান সফরকে সামনে রেখে গতকাল শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনুশীলন। ২০০৮ সালের পর তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে ২২ জানুয়ারি পাকিস্তান যাচ্ছে মাহমুদুল্লাহ বাহিনী। সফরে ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি ম্যাচ তিনটি খেলবে লাহোরে। সিরিজ শেষে ক্রিকেটাররা দেশে ফিরবে ২৮ জানুয়ারি। সফরে ক্রিকেটাররা যাতে নিরাপত্তা শঙ্কায় না ভোগেন, গোটা দলকে উৎসাহিত করতে ক্রিকেটারদের সঙ্গে থাকবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গতকাল তিনদিন অনুশীলনের প্রথম দিনে মাঠে উপস্থিত হয়ে তামিম, শান্ত, মুস্তাফিজদের সঙ্গে কথা বলেন। সাহস জোগান, উৎসাহ দেন। এ সময় বিসিবি সভাপতির সঙ্গী হিসেবে মাঠে উপস্থিত ছিলেন বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজনও। পাকিস্তান সফর নিয়ে বহু নাটক হয়েছে। বিসিবি বলেছে স্বল্প সময়ের সফরে শুধুমাত্র টি-২০ সিরিজ খেলবে। কিন্তু টেস্ট সিরিজ খেলবে না। আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহরের উপস্থিতিতে বিসিবি সভাপতি ও পিসিবি সভাপতি এহসান মানি ঐক্য পৌঁছে দুটি টেস্ট, তিনটি টি-২০ ও একটি ওয়ানডে খেলবে বাংলাদেশ।

পূর্ণাঙ্গ সিরিজ খেললেও টাইগাররা সফর করবে তিন মাসে তিন ধাপে। ক্রিকেটাররা ২২ জানুয়ারি ঢাকা ছাড়বে। ২৩ জানুয়ারি সকালে পৌঁছাবে। বিসিবি সভাপতি পাকিস্তান যাবেন ২৩ জানুয়ারি এবং প্রথম ধাপের পুরোটা সময়, ‘জরুরি প্রয়োজনে আমি আজ বাইরে যাচ্ছি। ২২ তারিখ ফিরে ২৩ তারিখ পাকিস্তান যাব। ওদের জানিয়েছি, ২৩ তারিখে পাকিস্তানে তোমাদের সঙ্গে দেখা করব।’ পাকিস্তানের নিরাপত্তা দেখার জন্য বাংলাদেশ থেকে একটি অগ্রবর্তী নিরাপত্তা দল যাবে বলেন বিসিবি, ‘আমাদের অ্যাডভান্স একটি দল যাচ্ছে নিরাপত্তার। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। এনিয়ে যত প্রস্তুতি আছে, সব নেওয়া হবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর